img

Follow us on

Sunday, Jan 19, 2025

TMC: তৃণমূলে কাউন্সিলর প্রার্থী হতেও ১কোটি ৪০লক্ষ ঘুষ!

তৃণমূলে কাউন্সিলর প্রার্থী হতেও ১কোটি ৪০লক্ষ ঘুষ!

  2023-01-10 20:31:57

পূর্ব বর্ধমানের মেমারি শহরের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা সাহেব ভরা মঞ্চ থেকে ঘোষণা করলেন, কাউন্সিলারের টিকিট বিক্রী হয়েছে ১কোটি ৪০লাখে। জিএসটি সহ কিনা বলেননি। মঞ্চের পিছনে তখন জ্বল জ্বল করছেন সততার প্রতীক মুখ্যমন্ত্রী আর তাঁর নো-টলারেন্স ভাইপো।
  
এখানেই থামেননি ফারুক। প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, কোথায় কোথায় তোলা নিয়ে কি কি সুবিধা পাইয়ে দিয়েছেন ঐ নেতারা জানিয়ে দিলেন তাও।
 
আজ থেকে এই সব শহরের দিদির দূতেরা এই সব গ্রামের বাড়িতে গিয়ে ডিম-ভাত খাবেন। আর উন্নয়নী যজ্ঞের কথা বলবেন। পরে প্রশ্ন করলেও কথা ফিরিয়ে নেননি ফারুক সাহেব। এই সব কাউন্সিলার বা পঞ্চায়েত সদস্যরা, তাঁরা দেশসেবার জন্যই বিনিয়োগ করেছেন। ফলে মুনাফা তো ফেরৎ চাইবেন। চাইছেন, কখনও আবাস যোজনার ঘর, কখনও ১০০দিনের কাজের বখরা। কখনও সরকারি জমি দখল করে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া। আরে মশাই বিনিয়োগ তো তুলতে হবে!
তবে ফারুক জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত তোলাবাজির ফলাফল পার্থ-অনুব্রত।
 
ফারুক যেটা বোঝেননি, বা বুঝেও না বোঝার বক্তব্য রাখছেন সেটা হল, দলনেত্রী আর ভাইপো নেতা, ২০১১ থেকেই, এই তোলাবাজিকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। দলের মুখপাত্র কুণাল ঘোষ সেই কবে জানিয়ে দিয়ে ছিলেন বেনিফিসিয়ারি এই একটি পরিবারই।
 
এবং দোলা সেন। নকশাল থেকে তৃণমূল বনে যাওয়া দোলা সেন তোলাবাজির বাঁটোয়ারার অঙ্ক কষে দিয়েছিলেন। 
 
মোদ্দা কথা, সব তোলাবাজি মূল বেনিফিসিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোট তোলাবাজির বারোআনা কালীঘাটে নজরানা দিতে হবে। অন্যথা হলে পার্থ চট্টোপাধ্যায়। দলীয় পদ থেকে বিতারিত। পাশে থাকবে না পার্টি। আর ঠিকঠাক নজরানা পৌছালে আসানসোল সংশোধনাগারে মোবাইল ফোন পৌঁছে যাবে। শিবঠাকুর উদয় হবেন। বড়দিনটা বীরভূমের বাঘের নিজের জেলায় কাটবে। সেখানে থানার ভিতরেই সেরে ফেলবেন দলীয় বৈঠক। 
কারণ রাজ্যে নাকি বিরোধী নেই। যা হয়েছে সবটাই পারিবারিক। জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বর্ধমানের নেতা দেবু টুডু।
বাইটঃ  দেবু টুডু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বর্ধমানের নেতা
আসলে দিদির দূতেরা খেয়াল রাখছে। কোন তোলাবাজি সূত্র মেনে কাজ করছে। কোনটা করছে না। ওপর থেকে নীচ পর্যন্ত। কারণ তৃণমূলের তোলা সংস্কৃতি মেনে চললেই তো, ১ কোটি ৪০ লাখে বিক্রি হয় কাউন্সিলর পদে ভোটে দাঁড়ানোর টিকিট। আর পিসি-ভাইপো শুধু হেলিকপ্টারে চড়েই ১০০কোটি টাকা শ্রেফ উড়িয়ে দিতে পারেন আকাশে।

Tags:

bjp

Madhyom

tmc

Trinamool Congress

Mamata

bangla news

Bengali news

TMC candidate

TMC councillor

East Burdwan

Trinamool

Burdwan

Candidate

TMC Councilor

panihati councillor

candidates

trinamool news update

trinamool latest update

tmc candidate list

tmc councilor candidate

bribe to be councillor

tmc bribes tmc to be a candidate

tmc candidate bribe to be councillor

1 crore 40 lakhs bribe

bribe 1 crore 40 lakhs

memari

burdwan tmc

memari tmc councillor


আরও খবর


ছবিতে খবর