মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের সমাবেশে
২১ জুলাই বৃষ্টি এলো কি এলো না, তাই নিয়ে একটা কুসংস্কার থাকেই। তবে এবার বৃষ্টি এসেছিল ২১ জুলাইয়ে তৃণমূলের সমাবেশে। সব বক্তার বক্তব্যে উঠে এলো বৃষ্টি বন্দনা। একুশের সমাবেশে বৃষ্টি কতটা শুভাশুভ ইঙ্গিত বয়ে আনে । নেত্রীও তার বাইরে ছিলেন না। তবে মমতা জানিয়ে দিলেন তিনি আসার পরই কিভাবে কমে গেল বৃষ্টি।
তবে আজকের সমাবেশে বিজেপিকে জিএসটি নিয়ে ঘিরতে গিয়ে নেত্রীর মুড়ি রাজনীতি চলল অনেকক্ষণ।
হাতে মুড়ি পেয়ে ফের চাঙ্গা। স্লোগানে। মূল লক্ষ্য সিন্ডিকেট ক্যমেরা টিমকে আরেকটু ভালো শট দেওয়া। ছবি দেওয়াও হল। সঙ্গে রাজনীতিও হল।
তবে যেভাবে মুড়িওয়ালার বিক্রির মুড়ি তড়িঘড়ি তুলে আনলেন পুলিশ আর তৃণমূলের স্বেচ্ছাসেবক বাহিনী সে এক দেখার দৃশ্য। ঐ ভাবে কেড়ে আনায় নেত্রী অবশ্য জানিয়ে দিলেন যার জিনিস সে ফেরত পাবে।
বাকি সময় যা বললেন তা নেত্রীর প্রতিদিনের চর্বিত চর্বণ। ২০২৪-এর নির্বাচনে নিজেকেই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী তুলে আনার কাজটাও সাড়লেন যত্নে।
যদিও শেষপর্বে এসে ফের গোলালেন। ২১-র সমাবেশের শেষপর্বে এসে বোঝা গেল কিসের জোরে নির্মল মাঝিরা তাঁকে মা সারদার সঙ্গে যুক্ত করার সাহস পান। আজ তিনি পরমপুরুষ শ্রী রামকৃষ্ণকেও তৃণমূল বানিয়ে ফেলেছেন। যদিও পর মূহুর্তে সামলে নিলেন গলতি।
সব গলতি কি আর এই ভাবে সামলানো যায়? কখন কখনও চুপ মেরে যেতে হয়। যেমন চুপ করে গেলেন রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থীর গো হারা হার নিয়েও। যে সমাবেশে ২৪এ নির্বাচনে মোদিকে সরিয়ে দিল্লি দখলে স্বপ্ন বেচার চেষ্টা করলেন রাষ্ট্রপতি নির্বাচনের ফল সামনে আনলে সেই সুখ স্বপ্ন ভেঙে যেতে পারে।
যদিও সমাবেশ শেষে তৃণমূল কংগ্রেস নেত্রী জানিয়ে দিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না তৃণমূলের সাংসদ বিধায়করা।