২১ জুলাইয়ের শহিদ দিবস প্রাসঙ্গিকতা হারিয়েছে?
২১ জুলাই কি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে? হারিয়েছে শহিদ দিবসের মর্যাদা? গত বছরগুলির মতো এবারও ধর্মতলায় টিএমসির সমাবেশ হলেও, এই প্রশ্ন সামনে আসছে। কারণ, যে কারণে একদিন এই সমাবেশের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সেই অবস্থান তাঁর বদলে গেছে। দেখুন ভিডিও।