img

Follow us on

Saturday, Jan 18, 2025

TMC: দলের ভিতর বাড়ছে ক্ষোভ, ভাঙছে তৃণমূল

দলের ভিতর বাড়ছে ক্ষোভ, ভাঙছে তৃণমূল

  2022-10-13 21:06:55

রাজারহাট থেকে নলহাটি। গড় ভাঙছে তৃণমূলের। সেই রকমই জল্পনা দানা বাঁধছে। ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা। কেউ বলছেন দলে সম্মান পাচ্ছেন না। কেউ আবার সোস্যাল মিডিয়ায় জানিয়ে পদত্যাগ করেছেন। এক তাপসের রেশ কাটতে না কাটতেই সরব আরেক তাপস। 

বুধবার নিউটাউনে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বিস্ফোরক রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন তাঁর যন্ত্রণার কথা। প্রকাশ্যেই বলেছেন, তৃণমূল দলে একদল চাকর আরেকদল বাবু। 
২০১৫ সালে, সিপিআইএম থেকে তৃণমূলে আসেন তাপস চট্টোপাধ্যায়। ৩৯ বছরের জনপ্রতিনিধি, বিধাননগরের ডেপুটি মেয়র। একুশের বিধানসভা ভোটে ৫৬ হাজার ভোটে জিতে এসেছেন। নিউটাউনের ইতিহাসে কেউ কখনো এত ভোটে জিততে পারেনি সেই তাপস এখন ব্রাত্য তৃণমূলে। নিজের বিধানসভা অঞ্চলে দলের কেন্দ্রীয় অনুষ্ঠানে ডাক পান না। স্বাভাবিক কারণেই ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে।

অন্য দিকে নলহাটিতে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছেড়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। বিভাসচন্দ্র অধিকারী। প্রকাশ্যেই জানিয়েছেন তাঁর ক্ষোভের কথা।

জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জেলে। নিত্যদিন সিবিআই তদন্তে পেঁয়াজের খোসা ছাড়ানোর মত করে অনুব্রত আর তাঁর পরিবারের সম্পত্তির হদিশ সামনে আসছে। এই আবহে এবার দলীয় পদ থেকে ইস্তফা ব্লক সভাপতির।যিনি আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ।
বৃহস্পতিবারই তিনি বীরভূমের তৃণমূলের পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের কাছে লিখিত ইস্তফাপত্র জমা দিয়েছেন। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেননি দলের পর্যবেক্ষক। ইস্তফাপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন,এলাকার সাংসদ, বিধায়ক, এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতির কাছেও। হঠাত এত জনের কাছে কেন ইস্তফাপত্র পাঠালেন তাই নিয়েও শুরু হয়েছে জল্পনা! তাহলে কি গোষ্ঠীকোন্দলে দল ছাড়ছেন বিভাসচন্দ্র?

কদিন আগেই বিধায়ক তাপস রায় প্রকাশ্যে তাঁর ক্ষোভ জানিয়েছিলেন। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যার বিরুদ্ধে এর আগেও বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুলে একঘরে করার চেষ্টা হয়েছিল। সম্প্রতি মমতা ঘনিষ্ঠ কবীর সুমনও, মালবাজারের ঘটনার প্রেক্ষিতে, মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠিতে, নিজের ফেসবুকে পুজা কার্নিভাল বন্ধ করার আবেন জানান।  

এরপরই তৃণমূলের একাংশের পক্ষ থেকে তাঁকে ব্যাপক ট্রোল্ড হতে হয়। কবির সুমন তাঁর দ্বিতীয় তৃতীয় পোষ্টে সে কটাক্ষের জবাবও দেন। দীর্ঘদিন তৃণমূল সংশ্রব ছেড়েছেন একদা তৃণমূলের গায়ক-সাংসদ। তবুও তিনি মমতার প্রতি সহানুভূতিশীল। তাঁর কটাক্ষ সামনে আসতেই ফের শুরু জল্পনা।

জল্পনা একটাই বে আইনি অর্থের স্রোতের আঠায় যে দলটা এতদিন জুড়ে ছিল। সেই দলের মোহ কাটছে দলের কর্মী নেতা বিধায়কদের মধ্যে। তৃণমূল কি ভাঙছে? নাকি মমতা-অভিষেকের নতুন অঙ্কে নিও তৃণমূল গড়ার প্রস্তুতি চলছে। যারা সরাসরি কপালে গুলি করার কথা বলে।

Tags:

bjp

Madhyom

tmc

Trinamool Congress

Mamata

bangla news

Bengali news

Abhishek Banerjee

CPIM

Bangla khabor

tmc top brass amid growing internal strife

decaying

Rajarhat-Newtown

Rajarhat-Newtown MLA

Tapas Chatterjee TMC MLA

Tapas Chatterjee TMC

Tapas Chatterjee MLA

Two Catagory

TMC group of servants

TMC group of babu

inner conflict of TMC

Nalhati birbhum

block president nalhati

resign from tmc

decaying force

tapas roy slums sudip banerjee

tapas roy tmc

tapas roy MLA

sudip banerjee

sudip banerjee tmc

sudip banerjee MP

kabir suman

kabir suman ex TMC MP

kabir suman singer


আরও খবর


ছবিতে খবর