img

Follow us on

Sunday, Jan 19, 2025

TMC: অভিষেকের সভার আগে বিস্ফোরণ TMC-র বোমা কারখানায়

অভিষেকের সভার আগে বিস্ফোরণ TMC-র বোমা কারখানায়

  2022-12-03 19:47:34

দলের সর্বভারতীয় সাধারণ-সম্পাদকের সভার আগেই বোমা বিস্ফোরণে উড়ে গেলেন, তৃণমূলের ব্লক সভাপতি। আর কিছু ক্ষণের মধ্যেই তৃণমূলের নাম্বার -টু সভা হওয়ার কথা। তার আগের রাতেই বোমা বিস্ফোরণ। তৃণমূল নেতার বাড়িতে। তীব্রতা এতটাই বেশি। উড়ে গেছে গোটা বাড়িটাই। মারা গেছে বাড়ির মালিক রাজকুমার মান্না সহ তার দুই সঙ্গী। আহত আরও দুই।

অভিযোগ অভিষেকের সভায় রেকর্ড জমায়েতের জন্য বাড়ি বাড়ি হুমকি দিচ্ছিল তৃণমূল। ভূপতি নগরে সাড়া মিলছিল না। বলা হয়েছিল, যারা অভিষেকের সভায় যাবে না, মিটিং শেষে তাঁদের ওপর হামলা হবে। সাধারণ মানুষের দাবি সম্ভবত সেই প্রস্তুতিই চলছিল মান্না বাড়িতে। 

রাজকুমার মান্না। ভূপতিনগরের অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ডাক সাইটে নেতা। বুথ সভাপতি। তার বাড়িতেই চলছিল বোমা বাঁধার কাজ। শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের ভয়ংকর আওয়াজে চমকে জেগে যায় নাড়ূবেলিয়া গ্রামের লোক। সচকিত গ্রাম ঘটনাস্থলে পৌছানোর আগেই, পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা। সাধারণ মানুষের দাবি, রাতের অন্ধকারে বেশ কিছু দেহ পাচার করতে পারে পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 
সকালে মান্না বাড়ি থেকে বেশ কিছু দূরে মাঠের মধ্যে মাদুর মোড়ানো একটি মৃতদেহ মেলে। জানা যায়, ঐ দেহ আরেক তৃণমূল কর্মী বিশ্বজিত গায়েনের। কি করে বোমা-বারুদে জলসে যাওয়া উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। 

বিজেপির দাবি, অবিলম্বে এনআইকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করাতে হবে। তবে তড়িঘড়ি বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁদের দলের যোগাযোগ আস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভূপতিনগরের বিস্তীর্ণ অঞ্চল। গত এক বছরে চার পাঁচবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে। রাতের অন্ধকারে বোমাবাজি, গুলি চালানো, গ্রামের পর গ্রামের মানুষকে আতঙ্কিত করে রাখা জলভাত। এখানকার মানুষের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে ওয়ার্ম আপ বা গা গরমের চেষ্টা তৃণমূল নেতা কর্মীদের। দুভাগ্য বশত তার আগেই বিস্ফোরণ।

বিজেপি বলছে চাহিদা আছে বলেই যোগান বাড়ছে বোমা শিল্পের। পরীক্ষা সফল বেকারদের চাকরি দিতে পারে না সরকার । কিন্তু বোমা তুলে দেওয়া নিশ্চিত করেছে তৃণমূল 

Tags:

bomb blast

blast

bomb

Abhishek Banerjee

Kanthi

Abhishek

abhishek banerjee news

abhishek banerjee latest news

abhishek banerjee today

abhishek banerjee tmc

west bengal bomb blast

bomb blast in west bengal

Bomb Factory

bomb blast in bengal

Bhupatinagar Blast

bomb blast in bhupatinagar

bhupatinagar bomb blast

bhupatinagar bomb blast news

bhupatinagar bomb blast news update

bomb blast at trinamool leader's house

bomb blast at tmc leader's house

bomb industry

abhishek banerjee in kanthi

abhishek banerjee MP

abhishek banerjee rally in kanthi

abhishek banerjee news update

abhishek banerjee news latest

abhishek banerjee rally

bomb factory explosion

bomb factory blast in bhupatinagar

blast in bhupatinagar

bomb blast in bhagalpur

bomb blast in tmc home


আরও খবর


ছবিতে খবর