img

Follow us on

Friday, Nov 22, 2024

TMC: বোমা গুলি বন্দুক, জঙ্গলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ?

বোমা গুলি বন্দুক, জঙ্গলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ?

  2022-11-22 21:48:53

পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র মজুত চলছেই। আজই সাগরদীঘি থানা এলাকা থেকে উদ্ধার হল ৫রাউন্ড গুলি সহ ৫টা দেশি পিস্তল। 

পুলিশের দাবি, সাগরদীঘি মোড়গ্রাম এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি করার সময় গ্রেফতার করা হয় বারুক শেখকে। পুলিশের দাবি তাঁর কাছ থেকে ৫টি দেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে তাঁরা। ভোটের আগে গুলি বন্দুক নিয়ে সে কোথায় যাচ্ছিল কার কাছে পৌছাতে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

সোমবার হুগলির ব্যান্ডেলে নলডাঙ্গা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠে মিলেছিল তাজা বোমা! 

এলাকাটা কোদালিয়া গ্রাম পঞ্চায়েতে। পিছনেই স্কুল সকাল বেলা বাচ্চারা পড়তে আসবে। তাঁর আগেই সাতসকালে প্রাতঃভ্রমণ করতে এসে পড়শিরা ঐ বোমা দেখে খবর দেয় পুলিশে। রোববার স্কুল ছিল না, সাধারণ মানুষের ধারণা ঐ রাতেই প্রাইমারি স্কুলের মাঠে বসেই বাঁধা হয়েছে বোম। অন্ধকারে গড়িয়ে যাওয়ায় এই তিনটে রয়ে যায় মাঠে। বাকি বোমা উদ্ধারে পুলিশের কাছে দাবি জানিয়েছে স্থানীয় মানুষ। চুঁচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা দিলীপ দাস কিছু বলতে না চাইলেও বিজেপির দাবি পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই বোমা আগ্নেয়াস্ত্র জড়ো করছে তৃণমূল 

প্রশ্ন সেটাই পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেপরোয়া হয়ে উঠছে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী। নিজেদের মধ্যে মারপিট বোমাবাজি। এলাকা দখলের লড়াই। অন্য দিকে বিরোধীদের ভয় দেখাতে অস্ত্র মজুত।  
১৮ই নভেম্বর , বাতানল
তৃণমূলের বোমাবাজিতে যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় হুগলির বাতানল। যখন তখন পড়ছে বোমা। চলছে ভাঙচুর। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। পুলিশকে জানিয়েও কাজ হয় না। তাই স্থানীয় ব্যবসায়ীরা দোকান বাজার বনধ রাখলেন। এটি এলাকার প্রধান বাজার। মূল সড়ক। এখান দিয়েই যাতায়াত। সেখানেই নিত্যদিন নেই,বোমাবাজি চলে। রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছে মানুষ। আতঙ্কে এলাকাবাসী।  

১৫ই নভেম্বর, সাঁইথিয়া 
সাঁইথিয়ায় গ্রাম দখলে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি। সাঁইথিয়ার ব্লকের কার্যকরী সভাপতি ভারসেস ব্লক সভাপতি। লড়াই দুই গোষ্টীর। দুজনেই এক দল। এক পতাকা। কে বেশি ক্ষমতাবান? লড়াইয়ের মূল কারণ এটাই। যার জেরে যথেচ্ছ বোমাবাজি। মারপিট। আহত দুই। নিখোঁজ এক। পা উড়ে গেছিল যুযুধান গোষ্ঠীর এক সদস্যের। গ্রাম্য বিবাদ বলে তৃণমুল জেলা সভাপতি দাবি করলেও অনড় দুই পক্ষ। 

গত সাতদিনে এমন কোন দিন যায়নি যেদিন রাজ্যের কোন না কোন জায়গায় বোমা বন্দুক মজুত বা বোমা বিস্ফোরণ,মারপিট কাজিয়া বোমাবাজি হয়নি। রাজ্যের চেহারা কি বদলাচ্ছে? প্রতিদিন একটু একটু করে জঙ্গলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ?

Tags:

West Bengal news

Mamata Banerjee

tmc

West Bengal

bangla news

Bengali news

West Bengal Govt

Bengal

bombs

tmc news

Bangla khabor

panchayet election

TMC Clash

bullets

arms recovered by police

arms recovered in sagardighi

arms recovered in murshidabad

bullet bomb

bullet

bomb recover in kodalia

bomb recover in hooghly

kodalia gp

batanal hooghly

sainthia birbhum

west bengal changing

changing west bengal

west bengal panchayet election

panchayet election west bengal

west bengal panchayet election preparation

coming panchayet election

nadhyom

changing in the jungle

wb change to jungle

west bengal change to jungle

jungle raj

west bengal jungle raj


আরও খবর


ছবিতে খবর