মাদকেও তৃণমূল! উড়তা পঞ্জাবের মতো উড়তা বাংলা?
উড়তা পঞ্জাব সিনেমায় আমরা দেখেছি কীভাবে মাদকের নেশায় বুঁদ হয়ে আছে গোটা পাঞ্জাব। দেখেছি তার পেছনের খেলা। মাদক পাচারে রাজনীতির যোগসাজস। এবার বাংলাও কি হাঁটতে চলেছে সেই পথে? কলকাতা বন্দর থেকে উদ্ধার হওয়া ২০০ কোটি টাকার হেরোইন দেখে এখন এই প্রশ্নই সামনে আসছে। সামনে আসছে রাজনৈতিক যোগসাজসের ঘটনাও।
ইদানিংকালে রাজ্যের কোষাগার ভরাতে মমতা সরকার তাকিয়ে থাকে আবগারি দফতরের দিকে। মদ বিক্রি করে এবছরই রাজ্য রেকর্ড টাকা আদায় করেছে। চলতি অর্থবর্ষে উঠেছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা। যা কোভিডের আগের সময়ের চেয়ে ২০ শতাংশ বেশি। বিদেশি মদের বিক্রি বেড়েছে ২০০ শতাংশ। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা। এই তথ্যই বুঝিয়ে দিচ্ছে, রাজ্যে কোন পথে হাঁটছে যুব সমাজ। চাকরি নেই, শিক্ষা নেই, নির্দিষ্ট দিশা নেই। আছে শুধু উপঢৌকন। আর এভাবেই ভোট রাজনীতিতে ক্রমশ শেষ হয়ে যাচ্ছে রাজ্য। আর এই কফিনেই শেষ পেরেক পুঁততে কন্টেনারে করে নিয়ে আসা হচ্ছে হেরোইন। যুব সমাজকে পথে বসানোর এ কোন চক্রান্ত!
কাবুল থেকে করাচি হয়ে মাদক আসে কলকাতায়। সেখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল সন্দেশখালি। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় পুরো কারসাজি। দুবাই থেকেই খোঁজ মেলে কন্টেনারের। কলকাতা বন্দরে উদ্ধার হয় প্রায় ৪০ কেজি হেরোইন।
মাদক বোঝাই কন্টেনার বুক হচ্ছে সুন্দরবনের এক নৌকা ব্যবসায়ীর নামে। প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ ব্যবসায়ীর কাছে এই কোটি কোটি টাকা থাকার উৎস কী? যে তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ হয়ে শরিফুল ইসলাম এই কাজ চালিয়ে যাচ্ছিল, তাঁরা এই কারবারের সঙ্গে কতটা যুক্ত? বন্দর থেকে কন্টেনার ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যে মন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছিল, তিনি এই মাদক কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল? শরিফুলকে কে কোটি কোটি টাকা যোগান দিত? প্রশ্ন উঠছে। আর এই রহস্যের জাল উদঘাটনে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। উঠে আসছে অনেক গোপন তথ্য। আপনাদের জানাব সেই অন্ধকার জগতের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগসাজসের কথা। মাদকেও তৃণমূল বা tmc drug connection এর পরবর্তী পর্বে।
Tags:
tmc
Directorate of Revenue Intelligence
tmc vs bjp
bjp vs tmc
Tmc heroin connection
WB BJP alleged TMC for heroin smuggling
drug haul in kolkata port linked to tmc
Shariful enterprize
Shariful Islam
Sandeshkhali
Sandeshkhali TMC block President
Gurat ATS
Tmc Taliban drug connection
tmc drug connection
bjp allegation tmc drug connection
gurat ats seized heroin
tmc drug scam
tmc drug haul
bjp on tmc drug scam
bjp tmc 40 kg drug case
tmc kolkata port drug
drugs news kolkata