img

Follow us on

Friday, Nov 22, 2024

TMC: সরকারে আছে, ক্ষমতায় নেই! সাগরদিঘির হারে বেসামাল মমতা

WhatsApp_Image_2023-03-04_at_2143.17

  2023-03-04 23:12:30

কৌস্তভ বাগচি গ্রেফতার।
 
কংগ্রেসের মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচিকে সকাল আটটার সময় গ্রেফতার করল বটতলা থানার পুলিশ। অভিযোগ মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন কৌস্তভ।
 
এর আগে অবশ্য মধ্যরাতেই ঘিরে ফেলা হয় কৌস্তভের বাড়ি। বিশাল পুলিশ বাহিনী নিয়ে কৌস্তভের বাড়িতে পৌঁছায় বাহিনী। 
 
রাত এগারোটা বটতলা থানায় অভিযোগ দায়ের করা হয়, আর রাত আড়াইটায়, কৌস্তভের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। যেন কোন সন্ত্রাসবাদীকে ধরতে তৎপর রাজ্যের পুলিশ। এরপরই দফায় দফায় পুলিশ কর্তাদের আইনি যুক্তিতে কাটতে থাকেন কৌস্তভ বাগচি। তিনি সুপ্রিম কোর্টের মামলার নির্দেশ উল্লেখ করে পুলিশকর্তাদের কার্যত দিশেহারা করে দেন। তখন সত্যিই অসহায় লাগছিল রাজ্যের কলকাতা পুলিশের আধিকারিকদের।
 
কিন্তু হঠাত পুলিশের এই তৎপরতা কেন? কলকাতা পুলিশের যুক্তি, সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন কংগ্রেসের মুখপাত্র ও আইনজীবী কৌস্তভ বাগচি। সাংবাদিক বৈঠকে কি বলেছিলেন কৌস্তভ?
 
তাহলে মূল বিষয় হল একটি বই। যে বইটি পড়তে বলছেন, কৌস্তভ। বইটি লেখা রাজ্যের প্রাক্তন আমলা ও তৃণমূলের বিধায়ক দীপক ঘোষের। ২০১৩ সালে এই বই প্রকাশিত। এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বই লিখেছেন দীপক ঘোষ। একটি বইও সরকারি ভাবে ব্যান করা হয়নি। বাজারে পাওয়া যায়। এরপর বিভিন্ন চ্যানেলের চ্যাট-শো-ও চলাকালীন ঐ বইয়ের অংশ থেকে পাঠ করে শোনান কৌস্তভ। 
 
তাহলে হঠাত কি এমন ঘটল যার ফলে বইয়ের লেখকের বিরুদ্ধে মামলা না করে বইয়ের পাঠকের বিরুদ্ধে থানায় অভিযোগ?
 
সেই কারণ জানতে হলে আরেকটু পিছু হাঁটতে হবে। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হতাশাজনক হারের পর একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে। তার মানে তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই বলছেন। কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা? 

মুখ্যমন্ত্রী মমতা কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ অধীর চৌধুরী সম্পর্কে নয়। বলছেন তার পরিবারের সম্পর্কে। মৃতা কন্যার সম্পর্কে।
এরই প্রতিবাদে কংগ্রেসের সাংবাদিক বৈঠক প্রদেশ দফতরে। এবং মুখ্যমন্ত্রী মমতার কদর্য মন্তব্যের নিন্দা এবং একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সঙ্গী তৃণমূলের দু'বারের বিধায়ক দীপক ঘোষের লেখা বইয়ের উল্লেখ করে।
 
আর এরপরেই ক্ষেপে ওঠে বাংলার পুলিশ। মধ্যরাতে জঙ্গী ধরার মত হাজির হয় কৌস্তভের বাড়িতে। ভোর চারটের সময় তুলে আনা হয় থানায়। মেডীকেল পরীক্ষার পর পেশ করা হয় ব্যাঙ্কশাল আদালতে।
আদালতও আজ দেখল বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াই। একসঙ্গে ১০০জন আইনজীবী দাঁড়ালেন কংগ্রেস নেতা ও আইনজীবীর পাশে।
 
একশ জন আইনজীবী সওয়াল করেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী। 
অবশেষে সাড়ে চারটের সময় আদালত কৌস্তভ বাগচীকে জামিন দিলেন ব্যাঙ্কশাল আদালত। আদালতে ফের ধাক্কা রাজ্য সরকারের। মুখ পুড়ল কলকাতা পুলিশের।  

বোঝাই যাচ্ছে, সাগরদিঘি হারিয়ে ঘাবড়ে গেছে সরকার। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, নৌকাডুবির সময় এসে গেছে।

Tags:

Mamata Banerjee

Madhyom

tmc

Trinamool Congress

CM Mamata Banerjee

Mamata

bangla news

Bengali news

TMC govt

mamata banerjee news

west bengal cm mamata banerjee

sagardighi murshidabad

sagardighi

Sagardighi by election

Sagardighi By Election 2023

sagardighi news today

sagardighi election

sagardighi news

sagardighi election news

sagardighi by election news

sagardighi election result

sagardighi byelection news

tmc in government not in power

in government

not in power

tmc not in power

tmc lost in sagardighi

saragdighi dismantled mamata

saragdighi dismantled tmc

sagardighi by election lost

sagardighi byelection result live

by election sagardighi

sagardighi assembly election

mamata on adhir

dipak ghosh

dipak ghosh book

dipak ghosh book on mamata


আরও খবর


ছবিতে খবর