img

Follow us on

Sunday, Jan 19, 2025

BHATAR TMC Clash: প্রাক্তন ও বর্তমান বিধায়কের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাতার

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উতপ্ত ভাতার

  2022-06-25 22:44:54

জমির দখলদারীকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাতারের মোহনপুর গ্রাম। এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। তাহলে বোঝা গেল লড়াই একটা জমি নিয়ে। বিরোধ সেই জমিতে কে চাষ করবে। দুই পক্ষেই তৃণমূল। একদল বর্তমান বিধায়কের বাহিনী অন্যদল প্রাক্তন বিধায়কের। ঘটনায় গুরুতরভাবে জখম ৮ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানান্তর করা হয়েছে বর্ধমান হাসপাতালে। যুদ্ধের দুই সেনাপতি প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল ও বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারি। পুরানোর মৌরসিপাট্টা ভাঙতে বর্তমান বিধায়কের লড়াই। জমি চাষ এখানে অজুহাত মাত্র। আদত লড়াই রাজনৈতিক এলাকা দখলের। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। চলছে এলাকায় টহল। যাতে বদলা না হয়। নতুন করে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে। তবে রাগে ফুসছে আক্রান্তদের পরিবার। তাঁদের দাবি বিচার চাই। অ্যাম্বিয়েন্স বাইট ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করেছে। তবে তাঁরা কোন পক্ষের তা নিয়ে সন্দেহে জেলার তৃণমূল নেতারা। তাঁদের আশঙ্কা ভাতারকে যারা চেনে তাঁরা জানেন এর বদলা হবেই। 

 

 

Tags:

Injured

TMC INNER CLASH

East Burdwan

Bhatar

Land Clash

TMC Inner FIght

MLA Bhatar

Subhas Mondal

Mangobindo Adhikari


আরও খবর


ছবিতে খবর