img

Follow us on

Thursday, Nov 28, 2024

Birbhum: তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব,বোমা-গুলিতে অগ্নিগর্ভ সিউড়ি

তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব,বোমা-গুলিতে অগ্নিগর্ভ সিউড়ি

  2022-08-11 15:36:54

মুহূর্মুহু পড়ছে বোমা। চলছে গুলি। চারদিক ঢেকে যাচ্ছে ধোঁয়ায়। কাঁধে বন্দুক নিয়ে ঘুরছে দুষ্কৃীতিরা। এখান দিয়েই বয়ে গেছে ময়ুরাক্ষী নদী। সেখানে পরপর বালি খাদান। চলছে বেআইনি ভাবে বালি বোঝাইয়ের কাজ। আর তার দখলদারি ঘিরেই এই রণক্ষেত্র পরিস্থিতি। এই নৈরাজ্যের ছবি বীরভূমের সিউড়িতে। অবৈধ বালি খাদান দখল নিয়ে সিউড়ির বাঁশঝোর গ্রামে গত ১৫ দিন ধরে চলছে এই তাণ্ডব।  ঘটনায় যুক্ত তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠী।

লড়াই শুধু বালি খাদানেই আটকে নেই। তা আছড়ে পড়ছে পাশের গ্রামে। সেখানে দিনদুপুরে চলছে বোমাবাজি। মহিলাদের ওপর হামলা। অভিযোগ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের কাজল শেখ গোষ্ঠীর সঙ্গে একদা তাঁরই সঙ্গী গোষ্ঠীর বিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে ৷ ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বাঁশজোড় ও ছাপতলা গ্রামের মহিলারা। প্রাণের ভয়ে তাঁরা জেলা শাসককে চিঠিও লিখেছেন। সিউড়ি ডিএম অফিসে বিক্ষোভ দেখিয়েছেন কাজল , ডিস্কোর দলবল ও পুলিশের বিরুদ্ধে। 

তৃণমূলের আমলে অবৈধ বালিখাদান ঘিরে এই গুলি, বোমাবাজি বীরভূমের নিত্য নৈমিত্তিক ঘটনা। মেশিন এনে বালি তুলে যেভাবে রাতারাতি ফাঁকা করে দেওয়া হচ্ছে ময়ূরাক্ষী নদীর চর, সে সব খবর আছে প্রশাসনের উচ্চস্তরে। কিন্তু অদৃশ্য অঙ্গুলি হেলনে এই দুষ্কর্ম চলতেই থাকে। দখলদারি ঘিরে চলে পেশি আস্ফালন। আর তার শিকার হন গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষজন। দুষ্কৃীতিদের বোমায় মাঝে মাঝেই এলাকায় কান্নার রোল ওঠে । চোখের জলে ভারী হয়ে ওঠে বীরভূমের বাতাস। প্রতিবাদ হয়। পুলিশ আসে। আবার পুলিশ চলে যায়। শুধু চলতেই থাকে ক্ষমতার খেলা। 

 

Tags:

 

Birbhum News

sand mafia

suri tmc inner clash

suri firing

birbhum illegal sand mine

  birbhum

birbhum firing

birbhum violence

birbhum bombing

birbhum clash:firing and bombing

birbhum bombs

violence in birbhum

birbhum tmc leader

birbhum violence news

birbhum tmc news

birbhum clashes

kajal sheikh

tmc kajal sheikh

birbhum sand mafia

suri sand mafia


আরও খবর


ছবিতে খবর