তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিবাদে বন্ধ আরামবাগের বাতানল বাজার
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC inner clash) জেরে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের (Arambag) বাতানোর গ্রাম পঞ্চায়েতের (Batanar gram panchayet) মরার পাড় বাজার এলাকা। ঘটনার জেরে বাজারের সমস্ত দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা । অভিযোগ ক্ষমতার দখলদারি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল। একটা মাদার (mother tmc) , অন্যটা যুব (yuva tmc)। একটি গোষ্ঠীর নেতা যুব তৃণমূলের কাঞ্চন মুন্সী। অন্য গোষ্ঠীর নেতা মাদার তৃণমূলের দিলীপ রায়, যিনি আবার বাতানাল গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর এর ঠেলায় নাভিশ্বাস এলাকাবাসীর।
যখন তখন পড়ছে বোমা। চলছে ভাঙচুর। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড়। পুলিশকে জানিয়েও কাজ হয় না। তাই স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে এই হুজ্জুতির প্রতিবাদ জানান। অভিযোগ উড়িয়ে দিতে পারেননি মাদার তৃণমূলের নেতা তথা গ্রাম প্রধান দিলীপ রায়।
এলাকার প্রধান বাজার এটি। এখান দিয়েই যাতায়াত করতে হয় স্কুল কলেজ পড়ুয়াদের। সেখানেই দিন নেই, রাত নেই, বোমাবাজি চলছে। মারপিট হচ্ছে। তাই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাচ্ছে মানুষ। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। বিহিত চাইছে তৃণমূলের কাজিয়ার।
Tags:
tmc
Arambag
tmc news
Hooghly news
Arambagh
arambagh tmc inner clash
tmc inner clash in arambagh
arambagh tmc
tmc news arambag
arambagh tmc clash
arambagh news
fight between mother and yuva tmc in arambag
arambag news
arambag chaos
tmc latest clash in arambag
chaos in arambag
arambag of hoogly
arambag latest news
Batanore Gram Panchayet