তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল!
উদ্ধার হয়েছে বোমা। তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। কিন্তু মুর্শিদাবাদে এই বোমা মজুতের পিছনে যে দলীয় নেতাই যুক্ত, তা বলে ফেলেছেন তৃণমূল বিধায়কই। ফলে প্রশ্ন উঠছে, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে কি বোমা মজুত করতে শুরু করেছে শাসক দল? শুনুন, মুর্শিদাবাদের এক তৃণমূল বিধায়ক তাঁরই এলাকার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে কী বলছেন।
কে অভিযোগ করছেন? হুমায়ুন কবীর। কে তিনি? মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। কার বিরুদ্ধে বোমা বাঁধার কথা বলছেন তিনি? তাঁরই এলাকার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। কিছুদিন আগেও ভরতপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন আজহারউদ্দিন সিজার। ফলে ঘরের কথা স্বাভাবিক ভাবেই জানতেন তৃণমূল বিধায়ক। কিন্তু আজ যখন পদ থেকে সরে গেছেন আজহারউদ্দিন সিজার, তখন গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। তার সঙ্গেই প্রকাশ্যে এসে গেছে তৃণমূলের স্বরূপ। জেলায় জেলায় তারা যে হিংসা ছড়াতে বোমা বাঁধছে, তা ধরা পড়ে গেছে। মুর্শিদাবাদের সালার থানার পুলিশ উজুনিয়া গ্রাম থেকে উদ্ধারও করেছে বোমা। সেগুলি নিয়ে গিয়ে রাস্তার ধারে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু বোমা উদ্ধারের পর এভাবে যে সত্যি কথাটা সামনে বেরিয়ে আসবে, তা বুঝতে পারেনি তৃণমূল। তাই বিব্রত হয়ে পড়েছে দলীয় নেতৃত্ব। চলুন আর একবার শোনা যাক, প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে কী কথা বলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
বিধায়ক তাঁর বিরুদ্ধে তোপ দাগলেও কোনও প্রতিক্রিয়া দেননি আজহারউদ্দিন সিজার। তবে গোষ্ঠী কোন্দলের মুখে দলের স্বরূপ প্রকাশ্যে আসায় কীভাবে মুখ ঢাকা যায়, সেই চিন্তায় অস্থির গোটা তৃণমূল শিবির।
Tags:
bjp
Madhyom
tmc
bomb blast
crude bomb
bangla news
Bengali news
bomb
Murshidabad
Murshidabad TMC
murshidabad bomb blast
crude bomb in murshidabad
murshidabad bomb
tmc mla humayun kabir
Azharuddin sizer
ex tmc block president murshidabad
humayun vs azharuddin
murshidabad news
murshidabad tmc inner clash
salar
bomb recovered at murshidabad
uzunia bomb recovered