পেঁয়াজের খোসার মতোই প্রকাশ্যে দুর্নীতির চেহারা
পেঁয়াজের খোসা ছাড়ালেই বেরিয়ে পড়ছে একের পর এক দুর্নীতি। বাস্তবেই মিলে যাচ্ছে ইডির বয়ান। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে ২২ কোটি টাকা উদ্ধারের পর তারা বলেছিল, পেঁয়াজের খোসার মতো দুর্নীতির এক একটি স্তর সামনে আসছে। সকলের চোখের সামনে তা স্পষ্ট হয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর কথায়। তিনি স্বীকার করে নিয়েছেন যে এসএসসির গ্রুপ ডি পদে চাকরির জন্য পাঁচজনের নামের তালিকা তিনি পার্থর কাছে পাঠিয়েছিলেন।
পার্থর বাড়িতে তল্লাশির সময় ইডি একটি চিরকূট পায়। ময়নাগুড়ির বিধায়ক থাকাকালীন তাঁর লেটার প্যাডে মেলে পাঁচজনের নাম। এছাড়াও ২০১৬ সালে আপার প্রাইমারিতে চাকরির জন্য ৪৮ জনের রোল নম্বরও পাওয়া গেছে বলে খবর। তবে তা মানতে চাননি অনন্তদেব। বর্তমানে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান তিনি। তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে থেকেই তিনি জানাচ্ছেন যে তাঁর কাছ থেকে পাঁচজনের নাম চাওয়া হয়েছিল। তার মানে ২০১৬ সালে দুশোর বেশি বিধায়কের কাছে চাওয়া হয়েছিল এমন চিরকূট। সোজা হিসেবে দলের ইচ্ছেতেই হাজারের বেশি শিক্ষকের চাকরির সুযোগ। না, এর জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। শুধু টাকা দিলেই হবে। এমন অভিযোগ উঠেছিল আগেই। এবার খোদ তৎকালীন তৃণমূল বিধায়ক যখন একথা বলছেন, তখন দিনের আলোর মতোই স্পষ্ট দুর্নীতি।
এই দুর্নীতির কথা মুখ্যমন্ত্রী যে জানতেন, সেটা নজরুল মঞ্চে তাঁর কথাতেও স্পষ্ট হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর দাবি, কাকে চাকরি দেবেন, সেটা তাঁদের ইচ্ছে। কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে এটা কখনও সম্ভব? দুর্নীতিকে কি এভাবে সিলমোহর দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
অনন্তদেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথাতেই তিনি পাঁচজনের তালিকা পাঠিয়েছিলেন। প্রাক্তন তৃণমূল বিধায়কের স্বীকারোক্তি নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সময় যত গড়াচ্ছে, ততই প্রকট হচ্ছে দুর্নীতির চেহারা। এসএসসি কেলেঙ্কারির কঙ্কালসার দশা বেরিয়ে আসার পরও সব চাপা দেওয়ার চেষ্টায় সরব মুখ্যমন্ত্রী। তির ঘোরাতেই ব্যগ্র তিনি। কিন্তু দুর্নীতির প্যান্ডোরার বাক্স বন্ধ করার যে আর উপায় নেই, তা কি তিনি বুঝতে পারছেন না?
Tags:
bjp
tmc
Kolkata
Dilip Ghosh
bangla news
ED
Bengali news
Teacher Recruitment scam
ssc scam
ssc scam news
bengal ssc scam news
bangla khobor
bangla khabar
suvendu Adhikari
madhyom bangla
partha chatterjee news
partha chatterjee on ssc
partha chatterjee latest news
partha chatterjee tmc
partha chatterjee
partha chatterjee arrested by ed
mamata on ssc scam
anantadeb adhikari
anantadeb adhikary
ananta deb adhikari
ananta partha
partha chatterjee in ed custody
ed arrest partha chatterjee
wb recruitement scandal
west bengal ssc scam
ssc scam raids
ssc scam bengal
partha ssc scam
ssc scam parth chaterjee