img

Follow us on

Saturday, Nov 23, 2024

Madan Mitra: মমতার বিপদ বাড়াচ্ছেন মদন মিত্র?

মমতার বিপদ বাড়াচ্ছেন মদন মিত্র?

  2023-03-22 21:17:34

মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) বিপদে ফেলতে চান মদন মিত্র (Madan Mitra) ? কামারহাটির তৃণমূল বিধায়কের (kamarhati tmc mla) মন্তব্যে এই বিতর্ক সামনে এসেছে। গোটা রাজ্যই দেখেছে, ইডির (ED) তদন্তে সামনে এসেছে একের পর এক দুর্নীতি (SCAM)। শিক্ষাঙ্গন (SSC SCAM) থেকে  পুরসভা (Recruitment scam), সর্বত্র নিয়োগে টাকার খেলা চলেছে। বিক্রি হয়েছে সরকারি চাকরি। যোগ্যদের অন্যায় ভাবে সরিয়ে দিয়ে তা বিক্রি করা হয়েছে অযোগ্যদের। সব জেনেশুনে তৃণমূল বিধায়ক মদন মিত্র এখন বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। মানে, তিনি কি দলের ওপরমহলকেই এনিয়ে টার্গেট করছেন? যেভাবে চাকরি বিক্রি হয়েছে, তা নিয়ে এর আগেই তিনি প্রশ্ন তুলেছিলেন, কারা নিয়োগ করেছে শান্তনু, কুন্তলদের? সবাই জানে, শান্তনু, কুন্তল অভিষেক ঘনিষ্ঠ। তাহলে মদন মিত্র কি ঘুরিয়ে ওপর মহলকে সচেতন করতে চাইছেন?

শুধু এক্ষেত্রেই নয়, রাজ্য সরকার কখনও দলের কর্মীদের চাকরির সওয়াল করতে পারে না। তাই একের পর এক দুর্নীতির মধ্যে মুখ্যমন্ত্রীকে বিব্রত করতেই কি মদন মিত্র বলছেন, সুযোগ পেলেই দলীয় কর্মীদের চাকরি দেব? তাহলে এসএসসির দরকার কি? পরীক্ষা নেওয়ার নামে প্রহসনের কি কোনও প্রয়োজন আছে? ক্ষমতায় থাকলেই কি প্রকাশ্যে এধরনের বিবৃতি দেওয়া যায়? শুধু মদন মিত্রই নন, কিছুদিন আগে এধরনের সওয়াল করতে শোনা গিয়েছিল খোদ শিক্ষামন্ত্রীকে। যা নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বোঝাই যাচ্ছে, দুর্নীতির বোঝা কাঁধে নিয়ে যখন ডুবতে বসেছে গোটা সরকার, তখন দায় চাপানোর খেলা শুরু হয়েছে তৃণমূলে। ইডি যখন দুর্নীতির মাথার খোঁজ করছে, তখন আরও দুর্নীতি সামনে আসায় মাথার ঠিক রাখতে পারছেন না শাসক দলের নেতারা। ফলে বিরোধী দলের খোঁচার পাশাপাশি দলীয় নেতাদের মন্তব্যেই অথৈ জলে তলিয়ে যেতে বসেছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী। 

 

Tags:

 

SSC recruitment scam

Mamata Banerjee

Bratya Basu

Sukanta Majumdar

ssc scam

Recruitment scam

Bengal scam

Madan Mitra

madan mitra news

madan mitra video

job scam

west bengal scam

madan mitra today

madan mitra viral video

bengal job scam

madan mitra facebook

madan mitra fb live

madan mitra controversy


আরও খবর


ছবিতে খবর