বিতর্কিত মন্তব্য মদন মিত্রের
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই আতঙ্কে ভুগছে তৃণমূল (TMC)। ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠছে তারা। চলছে শাসানি, চোখ রাঙানি। এসবের মধ্যেই তৃণমূল বন্দুক চালানো প্র্যাকটিস করবে বলে বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra) (। প্রধান অতিথি হয়ে নৈহাটির রাজেন্দ্রপুর মহিলা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সভায় যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেখানেই তাঁর এহেন উক্তি।
বিজেপির মতে, শীতের কাঁপুনি শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে। তাই একের পর এক বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে শাসক দলের বিধায়কদের। কিছুদিন আগেই রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)।
সমাজের বিভিন্ন স্তর থেকেই এর তীব্র প্রতিবাদ করা হয়। তবে ভবী যে ভোলবার নয়, তা শাসক দলের একাধিক মন্তব্যেই স্পষ্ট। দুদিন আগেই বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসকে (Khokan Das) বিতর্কিত কথা বলতে দেখা যায়। বাংলাদেশ থেকে যারা ভারতে এসে বিজেপির পক্ষে রয়েছে, তাদের নাম ভোটার লিস্টে না তুলতে সরাসরি নিদান দেন বুথ স্তরের কর্মীদের। ফলে বিজেপির উত্থানে তৃণমূল নেতারা যে ক্রমশ ভয় পেতে শুরু করেছেন, তা তাঁদের কথা বার্তাতেই স্পষ্ট।
Tags:
Madan Mitra
madan mitra news
madan mitra bjp
akhil giri news
akhil giri on president
akhil giri comment on president
madan mitra fire
madan mitra tmc
tmc madan mitra
madan mitra latest news
madan mitra fire arms
madan threat
khokan das
tmc khokan das
tmc mla khokan das
khokan das news
akhil giri
akhil giri news update