img

Follow us on

Saturday, Jan 18, 2025

Jiban Krishna Saha: বিধায়কের মোবাইলে কোন তথ্য লুকিয়ে?

বিধায়কের মোবাইলে কোন তথ্য লুকিয়ে?

  2023-04-16 20:40:10

 

কী এমন তথ্য লুকিয়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবন কৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) মোবাইল ফোনে? এই কৌতূহল এখন বাংলার ঘরে ঘরে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে যখন কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, তখন চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল রাজ্যবাসীর। তৃণমূল জমানায় শিক্ষা দুর্নীতি (Teacher Recruitment Scam) কোথায় পৌঁছেছে, তা টের পাওয়া গিয়েছিল তখনই। তবে এবার যে ঘটনা ঘটল, তা যেন নাটকের আর এক পর্ব। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অভিযান চলাকালীনই পুকুরে ছুঁড়ে ফেলা হল মোবাইল। গোয়েন্দাদের হাত থেকেই ওই দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে ছাদে গিয়ে ছুঁড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। সেই মোবাইল উদ্ধারেই পুকুরে নামানো হয় মৎস্যজীবীদের। তিনটি পাম্প চালিয়ে জল  তুলে ফেলা হয়। প্রায় ৩৮ ঘণ্টা পর আজ সকালে উদ্ধার হয় একটি মোবাইল। তার আগে জীবনকৃষ্ণকে ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই।বিধায়ককে ঢিল ছুড়ে ফেলতে বলা হয়। বোঝা যায়, যেখানে ঢিল পড়েছে, তার আশেপাশেই মোবাইল আছে। পুকুরের জল ছেঁচে, পাঁক ঘেটে উদ্ধার হয় একটি মোবাইল। তবে তাতে ডেটা ঠিকঠাক আছে কিনা, তা নিয়ে চিন্তায় আছেন গোয়েন্দারা। মোবাইলটি হায়দ্রাবাদের ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কী এমন আছে ওই মোবাইলে?গোয়েন্দাদের ধারণা, মোবাইল থেকে কোন কোন ব্যক্তির সঙ্গে চ্যাট করতেন জীবনকৃষ্ণ, সেখানে কী  কী লেখা আছে, তা জানা যেতে পারে। আর তা ধরা পড়ার আশঙ্কাতেই সেটি ছুঁড়ে ফেলে দেন তিনি। তবে গত কয়েকদিনের ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ব্যাগ। ব্যাগগুলিও কেন ফেলে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় সূত্রে খবর, জীবন সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ বহু পুরনো। ৫-৬ বছর আগে থেকেই এই চক্রের সঙ্গে যুক্ত তিনি। নানা তথ্য সম্বল করেই শুক্রবার দুপুর থেকে মুর্শিদাবাদের বড়ঞা আন্দি গ্রামে ঘাঁটি গাড়ে সিবিআই। তল্লাশি শুরু হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। বাড়ির পাশের বাগানে মেলে নথি ভর্তি চারটি ব্যাগ। সিঁদুরের কৌটো থেকে উদ্ধার হয় পেন ড্রাইভ। মিলেছে একটি হার্ড ডিস্ক ও ওএমআর শিটও। এর আগে কুন্তল ঘোষ ও শান্তনুদের মোবাইল থেকে মিলেছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।  দুর্নীতি পিরামিডের মাথায় কারা আছে, তার বেশ কিছু তথ্যই মিলেছে সেখানে। এবার রহস্য জীবনকৃষ্ণের মোবাইল নিয়ে। ওই মোবাইলে এমন কি লুকিয়ে, যার জন্য তা ছুঁড়ে ফেলতে হল, তা নিয়েই কৌতুহল জাগছে সকলের মনে। জলে পড়ে থেকে যদি তা নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তার বিষয়। না হলে উঠে আসতে পারে আরও অনেক নাটকীয় কাহিনী।

Tags:

 

tmc

Abhishek Banerjee

mla

Teacher Recruitment scam

ssc scam

TMC MLA

Recruitment scam

bangla

bengal teacher recruitment scam

teacher recruitment scam in west bengal

ssc teacher recruitment scam

Teacher Recruitment Scam Case

Jiban Krishna Saha

jiban krishna saha cbi

jiban krishna saha house raid

jiban krishna saha mobile recover

jiban krishna saha news

jiban krishna saha property

tmc mla jiban krishna saha

jibankrishna saha

jibankrishnasaha

jibankrishna saha news

para teacher and shiksha mantri news


আরও খবর


ছবিতে খবর