শোভনদেবের পুজোয় সন্তুষ্ট মমতা?
শোভনদেব চট্টোপাধ্যায়ের পুজোয় কি সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি খড়দার বিধায়ককে রাষ্ট্রপতির সঙ্গে পাঠালেন নেতাজি ভবনে? রেসকোর্সে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। পরিয়ে দেন উত্তরীয়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপতির প্রথম বঙ্গ সফর ঘিরে তৎপরতা ছিল তুঙ্গে। রেসকোর্স থেকে নেতাজি ভবনে পৌঁছন রাষ্ট্রপতি। সেখানেই তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ১৯৯৮ সালে তৃণমূল গঠন হওয়ার পর প্রথম বিধায়ক হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সময়ের সঙ্গে ক্রমশ দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। দল যখন একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, তখন কিছুটা আড়ালেও থাকতে চাইতেন তিনি। কিন্তু গতকালই খড়দার এক অনুষ্ঠানে তিনি স্বীকার করে নেন, তৃণমূলে দুর্নীতির কথা। দলে যে চোরের সংখ্যা বেড়ে গেছে, তাও বুঝিয়ে দেন তিনি। তবে মমতার মন পেতে, তাঁকে পুজো দিতে কসুর করেননি খড়দার বিধায়ক। বলেন, একটা মন্দিরে পুরোহিত চোর হতে পারে, দেবতা কি চোর হয়ে যায়? দুর্নীতির পর দুর্নীতি কাণ্ডে দলনেত্রী যে বিড়ম্বনায় পড়েছেন, সেকথাও স্বীকার করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, তিনি চোর হতে পারেন, মমতা নন।
সারা রাজ্য জুড়ে যখন চোর চোর স্লোগান উঠেছে, বাস্তবেও তার ছবি ফুটে উঠছে, তখন প্রবীণ সতীর্থর কাছে এই সার্টিফিকেট পেয়ে কি কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী? তাই কি রাষ্ট্রপতির সঙ্গে নেতাজি ভবনে পাঠানোর জন্য শোভনদেবের ডাক পড়ে? রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে দ্রৌপদী মুর্মু। বাংলা জুড়ে একের পর এক কেলেঙ্কারির ঘটনা, ঘর ভর্তি টাকা উদ্ধারের ছবি যে রাষ্ট্রপতির নজর এড়াতে পারে না, তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী। রাজনীতির সঙ্গে দীর্ঘ বছর ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকার পর এখন তিনি বোঝেন, তাঁর আগের ভাবমূর্তি ভুলুন্ঠিত। আর সেই পরিস্থিতি সামাল দিতে এক মন্ত্রী যখন তাঁকে এভাবে পুজো দেন, তাতে সন্তুষ্ট না হয়ে থাকতে পারেন না দলনেত্রী। আর শোভনদেবও বোঝেন, কোন পুজোর কোন মন্ত্র। কারণ আদতে তিনি পুরোহিতও।
Tags:
Mamata Banerjee
CM Mamata
tmc
TMC Corruption
Sovandeb Chatterjee
sovandeb chattopadhyay news
Sovandeb Chattopadhyay
sovondeb chatterjee
sovandeb chattopadhyay mla
tmc candidate sovandeb chattopadhyay
tmc sovandeb chattopadhay
tmc's sovandeb chattopadhyay
sovandeb chatterjee news
sovondeb chatterjee latest news
mamata god