তৃণমূল বিধায়কের হুমকি, বর্ধমানে ঘরছাড়া ব্যবসায়ী
শাসকদলের বিধায়কের হুমকিতে ঘরছাড়া এক ব্যবসায়ী। ঘটনা বর্ধমান শহরের পুলিশ লাইন বাজার এলাকায়। অভিযোগের তির বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের দিকে। দুই ব্যবসায়ীর মধ্যে আর্থিক বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত। আর সেই বিবাদ মেটানোর নামে হুমকি দেওয়ার অভিযোগ উঠল খোকন দাসের বিরুদ্ধে।ব্যবসায়ী বিধান কুণ্ডু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন।কিন্তু কোন সুরাহা মেলেনি বলে দাবি বিধানবাবুর। লোহার ছাঁট ব্যবসায়ী বিধানচন্দ্র কুণ্ডু জানান, কাটোয়ার দুই ব্যবসায়ী মিঠুন শেখ ও তুফান শেখের কাছ থেকে তিনি লোহার ছাঁট কিনতেন। পরবর্তীকালে সেই লোহার ছাঁটের মান খারাপ হওয়ায়, তিনি ওই দু’জনের সঙ্গে আর ব্যবসা না করার সিদ্ধান্ত নেন। আর তারপর থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বিধানবাবুর দাবি ,মিঠুন ও তুফানকে পাওনা ৫ লক্ষ টাকা দিতে গেলে। তারা ওই টাকা না নিয়ে চলে যায়। এরপর তারা কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান লখিন্দর মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে। বিধানকে ডেকে পাঠানো হয় বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের অফিসে। অভিযোগ সেখানেই হুমকি দেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক। আতঙ্কে আছে ব্যবসায়ীর ছেলে ভাস্কর কুণ্ডুও। বিধায়কের দাবি, তিনি দুপক্ষের মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করেছিলেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, পুলিশের কাছে ব্যবসায়ী অভিযোগ করেছেন। সুতরাং পুলিশ আইন অনুযায়ী সব ব্যবস্থা নেবে। বর্ধমানের ওই ব্যবসায়ীর দাবি,তাঁকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে। আবাসনের বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে যাতে তারা কথা না বলেন। পুলিশ লাইন বাজারে মুদিখানার দোকান বন্ধেরও হুমকি এসেছে। ফলে শাসক দলের হুঙ্কারে আতঙ্কে ভুগছে ওই ব্যবসায়ীর পরিবার।