img

Follow us on

Sunday, Jan 19, 2025

'MORAL-POLICE' TMC: আসানসোলে 'নীতি-পুলিশ' তৃণমূল, শাস্তি বাঁশপেটা

কুলটি তৃণমূল ওয়ার্ড সভাপতির কীর্তি

  2022-06-25 20:23:15

ছবিটা দেখুন। যাকে মারা হচ্ছে, সে চোর ডাকাত পকেটমার নয়। পাশের পাড়ার যুবক নাম সোহন কুইরি। আদিবাসি। আর যিনি মারছেন তিনি চুনচুন রাউথ। কুলটির নিয়ামতপুরের তৃণমূল কংগ্রেসের নেতা। ওয়ার্ড । আসানসোল পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। সোহন কুইরির অপরাধ, আগের দিন পাশাপাশি দুইপাড়ার মারপিটে এই পাড়ার একটি ছেলেকে মেরেছিল। বাকিরা যারা দেখছেন। তারাও তৃণমূল। কেউ বাধা দিচ্ছেন না। বরং উপভোগ করছেন। গলায় গামছা বেঁধে নিয়ে আসছেন। যাতে ওয়ার্ড প্রেসিডেন্ট ভাল করে বাঁশপেঁটা করতে পারেন। তবে ভিডিও ভাইরাল হতেই পলাতক বীরপুঙ্গব চুনচুন রাউথ। তৃণমূলের আরেক ওয়ার্ড সভাপতি ধর্মদাহ সেনগুপ্ত স্বীকার করলেন অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছিল। ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি নেত্রী চৈতালী তেওয়ারি প্রশ্ন একটাই তৃণমূলকে নীতি পুলিশগিরি করতে কে অধিকার দিয়েছে?

 

 

Tags:

Asansol TMC

Moral Policing

TMC Ward President

West Burdwan

Youth Beaten

BJP Condemn

Chaitali Tewari

Chunchun Rauth


আরও খবর


ছবিতে খবর