img

Follow us on

Saturday, Jan 18, 2025

MP Dev:বিস্ফোরক দেব, দুর্নীতি নিয়ে কী বললেন?

বিস্ফোরক দেব, দুর্নীতি নিয়ে কী বললেন?

  2023-01-09 19:15:30

রাজ্য রাজনীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল সাংসদ দেব অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আবাস যোজনা দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তিনি বলেন,যাদের পাকা বাড়ি আছে তারা পেয়ে যাচ্ছে আর যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না!এটা ভুল হচ্ছে। আমার দলই হোক বা অন্য কোন দল যেটা ভুল সেটা ভুল।

রাজনৈতিক সংঘর্ষ নিয়েও সোচ্চার হয়েছেন দেব। তিনি বলেন, আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে!রাজনীতি মানে মানুষের পাশে থাকা,আপদে বিপদে থাকা!রাজনীতির জন্য মারপিট করতে হবে,রক্তারক্তি করতে হবে এই রাজনীতিতে আমি বিশ্বাস করিনা। শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে ঠিক এমনই দাবি করলেন অভিনেতা সাংসদ দেব । একটা দল করলে অপর দল শত্রু এমন ভাবা উচিত নয়। একই সাথে নিচু তলার কর্মীদের কোন্দলে না জড়ানোর বার্তাও দিলেন অভিনেতা সংসদ।

তিনি মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রসঙ্গে বা বন্দে ভারত নিয়েও। বন্দে ভারত এক্সপ্রেসে আক্রমণ প্রসঙ্গে দেবের মত,শিক্ষার অভাবের কারণেই ট্রেনে ঢিল মারা হয় কিংবা আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা মোদী বা দিদির ট্রেন নয়,এটা মানুষের ট্রেন।  এটা কোনও রাজনীতির বাহন নয়। দেশের মানুষকে সঠিকভাবে শিক্ষিত করা যাচ্ছে না আর সেই কারণেই এ ধরনের ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের।

Tags:

tmc

Actor Dev

TMC MP

awas yojana scam

dev

tmc mp dev

mp dev

tmc mp dev viral video

tmc mp and actor dev

dev mp

mp dev visits ghatal

mpdev

mp dipak adhikari

tmc party

mp deepak adhikary

mp deepak adhikari

dev speech

dev ghatal

dev on awas yojana

dev mithun relation


আরও খবর


ছবিতে খবর