img

Follow us on

Thursday, Nov 28, 2024

TMC Rate Viral: মুর্শিদাবাদে তৃণমূলের ব্লক সভাপতির রেট ৩০লাখ?

ব্লক সভাপতির পদ দিতে ৩০ লাখের দাবি বিধায়কের

  2022-08-25 13:07:45

সবেতেই টাকা! কমসম নয় রীতিমত লাখে বেলাখে। এমনই এক ফোন কলে সরগরম মুর্শিদাবাদ।

চাকরি পেতে টাকা। সরকারি দফতরে কাজ পেতে টাকা। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের জন্য কোটি কোটি টাকার কথা তো আমরা সকলেই শুনেছি। এবার শুনুন দলের পদ পেতে টাকার অঙ্ক। 

গত পঞ্চায়েত আর বিধানসভা নির্বাচনেই শোনা গেছিল, লাখে-কোটিতে বিকোচ্ছে ভোটে দাঁড়ানোর পছন্দের সিট। এবারের অভিযোগ, দলের পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন খোদ বিধায়ক। অভিযোগ বড়ঞা বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। অভিযোগ তিনি প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা চেয়েছেন। ফের তাঁকে ব্লক সভাপতির আসন পাইয়ে দেওয়ার মুল্য হিসেবে। এবং বলছেন, একটা জায়গায় একটু নেগেটিভ আছে সেখানটা ম্যানেজ করতে হবে।

টেলিফোনের কথাবার্তা অস্বীকার করেননি বিধায়ক, স্বীকার করেছেন কণ্ঠ তাঁরই। কিন্তু প্রসঙ্গ অন্য।

গোলাম মুর্শেদ ১৫ বছর কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন। তৃণমূলে যোগ দিয়ে প্রায় ৭ বছর এই দায়িত্ব পালন করেছেন। অভিযোগ জীবনকৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার পরই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

বিধায়কের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ এনেছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহে আলম। তাঁর অভিযোগ, ফিরহাদ হাকিমের কাছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র পাঠিয়েছেন বিধায়ক। সামনে এসেছে সেই চিঠিও। ভুল বানানে টাইপ করা চিঠিতে জানানো হয়েছে মাহে আলম নারী পাচারকারী। তোলাবাজ। 

বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই অভিযোগও অস্বীকার করেছেন। এই বলে তাঁর সই করা চিঠি নাকি সকলের কাছেই থাকে।  

তবে মাহে আলম ও গোলাম মুরশেদ দুজনেই জানিয়েছেন, আসল দুর্নীতিগ্রস্থ তৃণমূল বিধায়ক নিজেই। মাহে আলমের দাবি, গোলাম মুরশেদকে সরিয়ে যাকে ব্লক সভাপতি করা হয়েছে তাঁর কাছ থেকেও টাকা নিয়েই ব্লক সভাপতি করা হয়েছে। আর সে গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির কাউন্টীং এজেন্টও ছিলেন।

এতদিন সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন, এখন দলের লোকজনকেও ছাড় দিচ্ছেন না তৃণমূলের বিধায়ক মন্ত্রীরা। আসলে এখন টাকা ছাড়া কথা বলছেন না তৃণমূল।

 


 

Tags:

bjp

Madhyom

tmc

Dilip Ghosh

bangla news

Bengali news

Money Laundering

Murshidabad

Money Laundering Case

TMC MLA

cut money

suvendu adhikary

money laundering act

black money

money scam

tmc extortion money

money laundering ssc

money laundering news

money laundering act news

tmc mla accussed on money scam

Jiban Krishna Saha MLA

MLA Burwan

Phone Call Viral

TMYC President

Party Post selling By Money 

MLA asking Money

MLA Phone Viral

Burwan MLA Phone Call Viral


আরও খবর


ছবিতে খবর