ভয় পেয়েই কি হুমকি দিচ্ছে তৃণমূল?
পথে ঘাটে চোর শব্দ শুনে এখন আতঙ্ক তাড়া করছে তৃণমূল নেতাদের। ভয় উঁকি মারছে ছোট, বড়, মাঝারি শাসক দলের সব স্তরের নেতাদের মনে। তাই পার্থ, অনুব্রতর গ্রেফতারির পরেই আক্রমণের রাস্তায় হাঁটতে চাইছেন তাঁরা। চাইছেন নির্বাচন পরবর্তী সময়ে যে হিংসা দেখেছিল বাংলা, তা নতুন করে ফিরিয়ে আনতে। সৌগত, মদন, কল্যাণের হুমকি শুনেছেন। এবার শুনুন বীরভূমের তৃণমূল নেতাদের হুঁশিয়ারির কথা। অনুব্রত গ্রেফতার হতেই পথে নেমে পড়েন তাঁর অনুগামীরা। পথ সভা করে হুমকি দিতে থাকেন তাঁরা।
ভয় শুধু বীরভূমের তৃণমূল নেতারাই পাননি। হুগলিতেও এক অবস্থা। আগেই শুনিয়েছি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার দেখুন হুগলির তৃণমূল নেতা অসিত মজুমদারের কাণ্ড। চোর শব্দ শোনার আতঙ্কে রাস্তায় নেমে গুণ্ডাগিরি করছেন। তার আগে তাতাচ্ছেন অনুগামীদের।
আসলে কেলেঙ্কারির কাণ্ড যে একদিন সামনে আসবেই, তা হয়তো বুঝতে পারছিলেন খোদ দলনেত্রীই। তাই ২৯ জুন মমতাকে বলতে শোনা যায়, একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা দিবস।তাঁর ২১ জুলাই সমাবেশের পর থেকেই একের পর এক হেভিওয়েট নেতারা গ্রেফতার হয়েছেন। রাজ্য জুড়ে শুরু হয়েছে চোর চোর ধ্বনি। ভয় পেয়েছেন খোদ দলনেত্রীই। তাই তিনিও এখন আত্মরক্ষার জন্য কর্মীদের তাতাচ্ছেন।
কেলেঙ্কারির স্রোতে দল যখন তলিয়ে যাচ্ছে, তখন ভয় আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরছে নেতানেত্রীদের। স্বরূপ বেরিয়ে পড়ছে তৃণমূলের। প্রকাশ্যে আসছে দুর্নীতির চেহারা। কীভাবে তা ধামাচাপা দেওয়া যাবে, তা আর বুঝতে পারছে না শাসক। তাই হাতে লাঠি নিয়ে জনতাকে শাসানির পথ নিতে চাইছে তারা। বিরোধীরা বলছেন, এটাও যে একদিন ব্যুমেরাং হয়ে ফিরে যাবে, তা কিছুদিনের মধ্যেই টের পাবে তৃণমূল।
Tags:
Madhyom
tmc
Suvendu Adhikari
Dilip Ghosh
Sukanta Majumdar
bangla news
Bengali news
threat
TMC Threat
tmc leader
scam
Mamata feared
tmc threat to bjp
tmc mp violent threats
tmc scam
tmc feared
partha anubrata arrest
mamata threats
tmc vs bjp
bjp vs tmc
tmc mla threaten viral video
tmc mla threatening voters
saugata roy threats
madan mitra threats
kalyan banerjee threats
birbhum tmc leaders threat