মালদায় শাসকের বিরুদ্ধে বিক্ষোভে তৃণমূল
উচ্চ বাতি স্তম্ভ (lamp post) লাগানো নিয়ে শাসক দল (tmc) পরিচালিত গ্রাম পঞ্চায়েতের (gram panchayet) বিরুদ্ধে দুর্নীতির (corruption) অভিযোগ। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদেরই একাংশের। আলোর দাবিতে বিক্ষোভ। সাফাই তৃণমূল নেতৃত্বের। দুর্নীতি নিয়ে শাসকদলকে তীব্র খোঁচা বিজেপির। শুরু রাজনৈতিক তরজা। মালদা (malda) জেলার হরিশ্চন্দ্রপুর থানা (harishchandrapur ps) এলাকার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের (tulsihata gram panchayet) রাড়িয়াল গ্রামে প্রাথমিক স্কুলের পাশে দীর্ঘ ৩ মাস ধরে খারাপ উচ্চবাতিস্তম্ভ। জ্বলছে না আলো। ফলে সন্ধে নামতেই ঘুট ঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে এলাকা। ওই এলাকাতে বাস কয়েক হাজার মানুষের। ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। এই তিন মাস ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্য এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বারবার বলা হলেও হয়নি সুরাহা। তাই এদিন বিক্ষোভ দেখায় এলাকারই তৃণমূল কর্মী সমর্থকরা।
তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এবং সেখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্যও তৃণমূলের। তৃণমূলেরই কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ এই উচ্চবাতি স্তম্ভ লাগানো নিয়ে দুর্নীতি হয়েছে। পুরনো লাইট লাগানো হয়েছে। ফলে কিছু দিনের মধ্যেই খারাপ হয়ে গেছে। এক বছর আগেই ঘটা করে ওই এলাকায় প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে লাগানো হয়েছিল উচ্চবাতি স্তম্ভ। এক বছর যেতে না যেতে কি ভাবে খারাপ হয়ে গেল উচ্চ বাতি স্তম্ভ সেই নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। এমনকি শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে বলে মেনে নিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরাই। অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
বিক্ষোভকারী তৃণমূল কর্মী মহম্মদ সালো বলেন,আলো খারাপ হয়ে গেছে তিন মাস ধরে। পুরো এলাকা অন্ধকার হয়ে থাকছে। দ্রুত আলো ঠিক করতে হবে। লাইট লাগানো নিয়ে দুর্নীতি হয়েছে। পঞ্চায়েত দুর্নীতি করছে। বিক্ষোভকারী মেরাজুল ইসলাম বলেন,তিন মাস ধরে আলো খারাপ। সন্ধ্যার পর যাতায়াত করতে প্রচন্ড সমস্যা হচ্ছে। পঞ্চায়েত সদস্যকে বললেও কোন কর্ণপাত করছে না। দুর্নীতি অবশ্যই হয়েছে।
যদিও তৃণমূল নেতৃত্বের সাফাই বৈদ্যুতিক জিনিস খারাপ হয়ে গেছে। সেটা ঠিক করে দেওয়া হবে। দলীয় কর্মীদের বিক্ষোভের কথা মেনে নিয়েছেন জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী।তিনি বলেন,আমার কাছে খবর এসেছে, আমাদের দলের কর্মী সমর্থকরা আলোর জন্য বিক্ষোভ করেছে। বৈদ্যুতিক জিনিস যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। আমি তাদেরকে আশ্বাস দিয়েছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহের স্বামী রামপ্রসাদ সিংহ বলেন,আমি দেখেছি রাড়িয়ালে লাইটটা খারাপ হয়ে গেছে। এখানে দুর্নীতির কোন ব্যাপার নেই। নতুন লাইট লাগিয়ে দেওয়া হবে।
তবে এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দুর্নীতি এবং কাটমানি ইস্যুতে বিঁধেছে শাসকদলকে। উত্তর মালদা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন,ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে। হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন জায়গাতেই এই উচ্চবাতি স্তম্ভ লাগানো নিয়ে দুর্নীতি হয়েছে। দুর্নীতি করার জন্য এক এলাকায় একাধিক বাতি স্তম্ভ লাগানোর টেন্ডার ধরে নিচ্ছে। তৃণমূলের সম্পূর্ণটাই দুর্নীতিগ্রস্ত। যারা কাটমানির ভাগ পায় না তারা বিক্ষোভ করে।
রাজ্য-জুড়ে এই মুহূর্তে দুর্নীতি ইস্যুতে বিধ্বস্ত শাসকদল। রাজ্যের শীর্ষ স্থানীয় নেতা থেকে শুরু করে মন্ত্রীরা দুর্নীতির দায়ে অভিযুক্ত। এরকম একটা সময়ে পঞ্চায়েত স্তরে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে দলেরই কর্মী সমর্থকরা। স্বাভাবিক ভাবেই পঞ্চায়েত ভোটের আগে যা অস্বস্তি বাড়াবে তৃণমূলের।