WhatsApp_Image_2022-06-01_at_910.57_PM
বিরোধীদের ঘরছাড়া করার অভিযোগ আগেও ছিল। ফের প্রকাশ্যে বিজেপি সহ সব বিরোধীদের গ্রাম ছাড়া এলাকা ছাড়া করার হুমকি। আবারও ঘটনাস্থল বীরভূমের দুবরাজপুর। আবারও অভিযোগের তীর দুবরাজপুরের কৃষি কর্মাধ্যক্ষ রফিউল খানের দিকে। পঞ্চায়েত নির্বাচনের আগে, তৃণমূলের বুথ ভিত্তিক সম্মেলনের মঞ্চ থেকে হুমকি রফিউলের। মঞ্চে তখন জেলা তৃণমূলের সম্পাদক ও দুবরাজপুরের দায়িত্বপ্রাপ্ত সুদীপ্ত ঘোষ। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে। এদের সামনেই প্রকাশ্য হুমকি রফিউলের। গত পঞ্চায়েত নির্বাচনেও বেশির ভাগ পঞ্চায়েতে বিরোধীকে মনোনয়ন দাখিল করতে দেয়নি অনুব্রত বাহিনী। আশঙ্কা এবারও একই রকম হিংসার ভোট করতে চাইছে বীরভূমের ভৈরব বাহিনী। বিজেপির দাবি, বগটুই ঘটনার পর নিজের কর্মীদেরই বিশ্বাস করছে না তৃণমূল। পঞ্চায়েতের আগে আতঙ্ক ছড়াতে চাইছে শাসক দল। ফের ভোট লুঠ করতে চাইলে এবার প্রতিরোধ হবে।