img

Follow us on

Saturday, Jan 18, 2025

TMC: তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, আতঙ্কিত বর্ধমানের রায়না

তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, আতঙ্কিত বর্ধমানের রায়না

  2023-02-16 21:00:26

তৃণমুলের গোষ্ঠী দ্বন্দ্বে থমথমে বর্ধমানের রায়না।

পূর্ব বর্ধমানের রায়নার শুকুর গ্রাম। সকালে একদফা রাস্তায় ফেলে পিটিয়ে ছিল। আর সন্ধ্যায় প্রকাশ্যে তার ওপরেই চলল গুলি। গুরুতর আহত গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মৃগাঙ্ক সিং ওরফে লালন ও তার বাবা বাদল সিং। দুজনকেই ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুজনেরই ডানপায়ে গুলি লেগেছে।

কারা এই সৌমেন রায়, তরুণ রায় বা হেমন্ত মাঝি? যারা গুলি চালিয়েছে। তাঁরা তৃণমূলের কর্মী। আর যারা গুলিবিদ্ধ তাঁরাও তৃণমূলের কর্মী। 

পরিবারের অভিযোগ দুই পক্ষই তৃণমূলের। একদিকে তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল গোষ্ঠী অন্যদিকে বিধায়ক শম্পা ধারার গোষ্ঠী। লড়াই দুই পক্ষের। পঞ্চায়েত নির্বাচনের আগে কার দখলে থাকবে রায়না ! গত বিধানসভা নির্বাচনে মাত্র ১৮হাজার ভোটে জেতে তৃণমূল। তৃণমূল ব্লক সভাপতির দাবি যারা সেদিন বুথ দখল, বিরোধী ভোটারদের তাড়িয়ে দল তৃণমূলকে জিতিয়েছিল তারাই এই মৃগাঙ্ক সিং, বাদল সিং-এর পরিবার।

যদিও পালটা অভিযোগ করছে বিধায়ক শম্পা ধারার অনুগামীরা। তাঁদের বক্তব্য হিজলনা অঞ্চলে তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছিল ব্লক সভাপতির অনুগামীরা।
 
তৃণমূলের দুপক্ষেরই দাবি, রায়নাকে অশান্ত করতে চাছে ওপর পক্ষ। যদিও বিজেপির দাবি শ্যুট আউটে ঘটনার সঙ্গে  বিজেপির কোন যোগাযোগ নেই। তাঁদের, অভিযোগ পঞ্চায়েতের ভোটের আগে এলাকার দখলে নেমেছে তৃণমূলের দুই পক্ষ। তোলাবাজির হিস্যা নিয়ে মূল লড়াই।
 
তবে যে যাই বলুক না কেন, রাজ্যের সর্বত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ লাগামছাড়া হারে বাড়ছে।পূর্ব বর্ধমানের রায়না তৃণমূল গোষ্টী দ্বন্দ্বের একটা উদাহরণ মাত্র। সমস্যা তৃণমূলের দুই নেতার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে।  

Tags:

tmc

bangla news

TMC INNER CLASH

East Burdwan

TMC Inner FIght

Inner Fight

TMC Clash

fight

burdwan tmc

faction

tmc factional feud

tmc factional clash

faction clash

tmc factions clash

factional clashes of tmc

tmc faction clash at canning

factional clash

2 suffers bullet injury after tmc factions clash

west bengal: clashes between two factions of tmc

terrified Raina

raina firing

raina tmc faction clash

bengali news. madhyom

tmc Burdwan

raina tmc

tmc raina

raina bullet injury

raina tmc factions clash


আরও খবর


ছবিতে খবর