img

Follow us on

Monday, Nov 25, 2024

Tolabazi: তৃণমূলের বলশালীদের বালিবাজিতে ড্রেজিং বন্ধ আসানসোলে, বাজেয়াপ্ত মেশিন

আসানসোলে বন্ধ ড্রেজিং, সংস্থার মেশিন বাজেয়াপ্ত করল তৃণমূল

  2022-07-11 20:32:30

তৃণমূলের বলশালীদের বালিবাজিতে বন্ধ ড্রেজিং

আসানসোলের কালাঝরিয়া এলাকায় দামোদরে বন্ধ ড্রেজিং। কারণ স্থানীয় তৃণমূলের তোলাবাজি। টাকার দাবি। কাজের দাবি। তুলে নিয়ে যাওয়া হয়েছে ড্রেজিং মেশিনও। রাখা আছে তৃণমূল পার্টি অফিসের পাশে ফাঁকা জমিতে।

রাজ্য সরকারের ওয়েষ্ট বেঙ্গল মিনারেল এন্ড ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছ থেকে বরাত পেয়েছে কলকাতার একটি সংস্থা, রিচ ড্রেজিং লিমিটেড। হীরাপুরের কালাঝরিয়া সংলগ্ন এলাকায় ওই কাজ চলছে। অভিযোগ কখনও দুই কখনও তিন লাখের ওপর উপঢৌকনের দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের। তোলা না দেওয়ায় কর্মীদের মারধোর করা হয়েছে। মেশিন তুলে নিয়ে গেছে স্থানীয় তৃণমূলের নেতারা। 
 
আগে তাও বাঁশের ব্যারিকেড করা রাখা হত। যাতে বালির লরি বেরতে না পারে। এখন অভিযোগ জানানোর পরও বিপদ আরও বেড়েছে। এবার রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে গ্রামের বুড়ো বুড়ি আর বাচ্চাদের। কি হয় দেখুন।
এক জায়গায় নয় একাধিক জায়গায় একই ছবি। ড্রাইভার একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

যদিও তোলাবাজির ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। তবে তাঁদের অভিযোগ বালি বোঝাই লরির যাতায়াতে নতুন রাস্তার অবস্থা তথৈবচ। সেই রাস্তা সারাইয়ের কথা বারবার জানালেও ব্যবস্থা নিচ্ছে না ড্রেজিং সংস্থা।

রাস্তার অবস্থা যে খারাপ সেটা দেখাই যাচ্ছে। কিন্তু গ্রামবাসীদের দ্বিতীয় অভিযোগ আরও মারাত্মক। ড্রেজিং করার নামে বালি লুট হচ্ছে।। নদীর মাঝখান থেকে বালি তোলার কথা থাকলেও তুলছে না সংস্থা। তুলছে নদীর ধার থেকে। ফলে জল বাড়লে গ্রাম ভাসবে।

যদিও ড্রেজিং সংস্থার দাবি, বর্ষার সময় বালুচরের এই ড্রেজিং করার কাজ বন্ধ করা যায় না। শহরের বন্যা পরিস্থিতি রোধ ও নদীর গতিপথ স্বাভাবিক রাখার জন্যই ড্রেজিং এর কাজ চালিয়ে যেতে হবে। তৃণমূলের সাতজনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছে ।

দাবি, পালটা দাবি চলতেই থাকবে। কিন্তু ড্রেজিং- ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের ওয়েষ্ট বেঙ্গল মিনারেল এন্ড ট্রেডিং করপোরেশন লিমিটেডের। তারা কোথায়? সরকারের প্রতিনিধির তো থাকার কথা, ড্রেজিং-এর কাজ ঠিক মত হচ্ছে কিনা দেখভালের জন্য। তাঁদের পাওয়া যাচ্ছে না কেন? আর বর্ষা নেবে যাওয়ার পর ড্রেজিং করা যায় নাকি? তাও আবার দামোদরের মত চওড়া নদে। যেখানে সমস্ত এলাকার নদী এসে মিশছে, জলস্তর ইতিমধ্যেই বেড়ে গেছে।

কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন সরকারটাই চলছে এই তোলাবাজির টাকায়। এই তোলাবাজদের বরং বঙ্গবীরের উপাধি দিন মুখ্যমন্ত্রী

কলকাতার বেসরকারি ঠিকা সংস্থা রিচ ড্রেজিং লিমিটেড। রাজ্য সরকারের ওয়েষ্ট বেঙ্গল মিনারেল এন্ড ট্রেডিং করপোরেশন লিমিটেডের পক্ষ থেকে ড্রেজিং-এর বরাত পেয়েছে। কাজ ভরা বর্ষায় কেন? গ্রীষ্মে যখন জল কম ছিল তখন ড্রেজিং হয়নি কেন? জানতেই চাইতে পারেন আপনি।

 

Tags:

 

Mamata Banerjee

tmc

bangla news

Bengali news

TMC goons

asansol

Asansol TMC

bangla news live

bengali news live

DREDGING Damodar

Tolabazi

mamata banerjee politcs

live news bangla

sand mafia

bangla news today

Dredging Halted

Demand Money


আরও খবর


ছবিতে খবর