img

Follow us on

Sunday, Jan 19, 2025

Agnipath recruitment 2022: অগ্নিপথ প্রকল্পে আবেদনের প্রথম দিন কেমন সাড়া?

অগ্নিপথ প্রকল্পে ফার্স্ট ডে, ফার্স্ট শো হিট

  2022-06-24 21:15:02

AGNIPATH REGISTRATION

প্রথম দিনে প্রথম শো-ই হিট। অগ্নিপথ প্রকল্পে নাম লেখাতে সকাল থেকেই ভিড় যুবকদের। সারা দেশের মতো এরাজ্যেও সেই ছবি। বীরভূমের বেণীমাধব হাইস্কুল মোড়েই খোলা হয়েছে এই ক্যাম্প। তিনশোরও বেশি যুবক এদিন নিজেদের নাম নথিভুক্তকরণের জন্য শিবিরে আসেন। দেশের জন্য কাজ করার এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ তারা। প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেও কসুর করল না আগামি দিনের অগ্নিবীররা।
সেনাবাহিনীতে তরুণ রক্তের জোয়ার আনতে অগ্নিপথ প্রকল্পের সূচনা করে ভারত সরকার। প্রকল্পের বিরোধিতা করে রাস্তায় নেমে পড়ে বিরোধীরা। আসরে নামে একশ্রেণীর স্বার্থান্বেষীও। তারা যুবকদের হিংসায় প্ররোচনা দেয়। তবে সাময়িক বিভ্রান্তি কাটিয়ে অনেকেই পরে তাদের ভুল বুঝতে পারে। আর তাই আজ যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, দেখা যায় কাতারে কাতারে যুবক অগ্নিবীরের লাইনে। আজ বায়ুসেনায় নাম নথিভুক্তকরণ শুরু হল। চলবে ৫ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত। অনলাইনেই এই আবেদন করা যাবে। সাড়ে সতেরো থেকে ২৩ বছর বয়সের মধ্যের যুবকরা এখানে আবেদন করতে পারবেন। প্রথমে হবে অনলাইন পরীক্ষা। তারপর সেনাবাহিনীর নিয়ম মেনে ফিটনেস টেস্ট। শেষে মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেই মিলবে অগ্নিবীর হওয়ার ছাড়পত্র। 


#agnipathrecruitment #agniveer #agnipathregistration

 

Tags:

Agniveer

Agnipath registration

agnipath sceme

agnipath sceme news

agnipath recruitment 2022