WhatsApp_Image_2023-01-30_at_1823.07
বিনয় রায়, ভাতারের তৃণমূল নেতা
"ভাতারের একজন ব্যবসাদার, ঠিকাদারী ও কন্ট্রাকটররা পঞ্চায়েত চালাচ্ছে । দলটা টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে, এ কথা কাগজ বলবে।")
পাঁচুগোপাল কোঁয়ার, বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান
"বিজেপিতে যোগদান করে আবার ফিরে আসা নেতা তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে যায় । তাই কর্মীদের বলি আপনারাও যদি অন্য দলে যোগদান করে আবার ফিরে আসেন আপনাদেরকে আমরা বড় পদ দিয়ে দেবো।"
এই ছবি ভাতারের। এক দল। একই গ্রাম। দুই কর্মীসভা। দুই পক্ষের দুই নেতা। প্রকাশ্য সভাতেই দুই পক্ষের নেতারা অপরপক্ষের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ। ভাতারের ঝুজকাডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বামুনারা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। পাশাপাশি একই সময়ে ঝুজকাডাঙ্গা গ্রামের বামুনপাড়াতেও চলছে তৃণমূলের আরেক কর্মী সভা। এই মাইকের আওয়াজ হয়তো পৌছে যাচ্ছে অন্য সভাতেও। একই গ্রামে, একই সময়ে, একই রাজনৈতিক দলের দু'টি কর্মী বৈঠক নিয়ে আলোড়ন ভাতাটারে।
বিরোধীদের থেকে, অনেক বেশি সমালোচনা নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। দুই পক্ষই অনড় দুজনের যুক্তিতে। একদলের দাবি ঠিকাদাররা চালাচ্ছে দল। অন্য পক্ষের দাবি দলত্যাগ করেও অভিষেকের আশীর্বাদে নেতা হয়েছে এলাকার।
ভাতারে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করেছেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মানোয়ার ইসলাম।
তবে মানওয়ার ইসলামও জানিয়েছেন, দিদি দূতের কর্মসূচীতে তাকে দলের বর্তমান নেতৃত্ব ডাকে না। সেই কারণে নিজে যাচ্ছেন না, তাকে কেউ ডাকছেনও না। যদিও ভাতারের তৃণমূল মুখপত্রের দাবি এই সত্য গণমাধ্যমে বলার জন্য দল ব্যবস্থা নেবে মানওয়ার ইসলামের বিরুদ্ধে। কেন তিনি দলের প্রোগ্রামে অংশ নিচ্ছেন না তার দায়িত্ব মানওয়ারকেই নিতে হবে
শাসক দলের কাজিয়া দেখে হতবাক সাধারণ মানুষ। তবে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি
তবে বর্ধমানের ভাতারে যে শাসক দলের একাধিক গোষ্ঠী নিজেদের মধ্যে কোন্দল চরমে তা বলাই বাহুল্য।
Tags:
Trinamool Congress
bangla news
Bengali news
Trinamool
all india trinamool congress
trinamool congress party
trinamool congress in bhatar
trinamool congress in burdwan
bhatar trinamool congress news
ruling party
ruling tmc
ruling trinamool congress party
ruling tmc party news
plagued by groupism
tmc plagued
plagued tmc
tmc plagued by groupism
tmc group fight
groupism tmc
tmc groupism in bhatar
bhatar tmc
tmc bhatar
bhatar burdwan
burdwan bhatar
bhatar tmc groupism
groupism in bhatar tmc
madhyom