হুগলির গোঘাটে কচ্ছপ উদ্ধার
হুগলির গোঘাটে পুলিশের নাকা চেকিং। আর তাতেই ধরা পড়লো বিরল প্রজাতির কচ্ছপ বোঝাই dcm গাড়ি। দু-এক বস্তা নয়, উদ্ধার হল প্রায় ৪০ বস্তা বিরল প্রজাতির কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক কামারপুকুর চটি এলাকায় স্পেশাল নাকা চেকিং শুরু করেন। ধরা পড়ে উত্তর প্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি ডিসিএম গাড়ি। গাড়িটিতে ধান বোঝাই ছিল। দেখলে সন্দেহ হবে না। কিন্তু নির্দিষ্ঠ সূত্রে খবর থাকায় তল্লাশি শুরু করে পুলিশ। ধানের বস্তার মধ্যে লুকনো অবস্থায় উদ্ধার হয় কচ্ছপ ভর্তি বস্তা। প্রতি বস্তায় প্রায় ২০ থেকে ২৫টি করে কচ্ছপ ছিল। আনুমানিক প্রায় ১০০০টি কচ্ছপ উদ্ধার হয়। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। এরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
একসঙ্গে এত কচ্ছপ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় হাজার খানেক কচ্ছপ দেখতে ভিড় জমে যায়। সেগুলিকে বন দফতরের হাতে তুলে দেয় পুলিশ।
Tags:
Smuggling
Hooghly
Goghat
goghat news
turtle
turtles
huge turtle
west bengal hooghly
turtle fishing
turtle release
turtle recover
snapping turtle
sea turtle rescue
hooghly turtle news
goghat police station
turtle smuggling
tortoise smuggling
rare turtle smuggling gang
man caught turtle smuggling
turtle smuggling racket busted