img

Follow us on

Saturday, Jan 18, 2025

U19 Women T20 World Cup: সম্বর্ধনায় ভাসছে ক্রিকেট বিশ্বকাপ জয়ী কন্যা 

সম্বর্ধনায় ভাসছে ক্রিকেট বিশ্বকাপ জয়ী কন্যা 

  2023-02-04 21:12:40

৪-০-৬-২
চার ওভার ছয় রান দুই উইকেট।
কৃপণ বোলিং সঙ্গে দুটি বিষাক্ত ছোবল। ঐ খানেই ম্যাচ অনেকটা বেরিয়ে এসেছিল। অনুর্দ্ধ উনিশ মহিলা বিশ্বকাপের ফাইনালে বিধ্বংসী মেজাজের মেয়েটা আসলে বেশ হাসিখুশি। কথায় কথায় হেসে ফেলে। হাসবে নাই বা কেন? সদ্য সতেরো যে। এবারই বারো ক্লাসে পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিশ্বকাপের জন্য আর হয়নি। কিন্তু বিশ্ব জিতে যখন স্কুলে এল কেউ বকেনি ওকে। বরং সম্বর্ধনায় ভাসিয়ে দিয়েছে মেয়েটাকে।
 
আজ স্কুল ইউনিফর্মে নয়। একদম ক্যাজুয়াল পোষাকে স্কুলে এসেছিল তিতাস সাধু। একটু লাজুকও বটে, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের এই বিজ্ঞানের ছাত্রীটি। মঞ্চের মাঝখানে আর্ক-লাইটের মধ্যে তখন সকলের দৃষ্টি। তখনও ভাবলেশহীন। একে একে পুরস্কারের চাদরে ঢেকে দেওয়া হচ্ছে স্কুলের ছাত্রীটিকে। সবাই একবার ছুঁয়ে দেখতে চায় বিশ্বজয়ী কন্যাকে প্রিয় বন্ধু পাশে রইল সারাক্ষণ। মঞ্চেও।
বিশ্বজয়ী বন্ধুকে নিয়ে উচ্ছ্বসিত সুস্নাতা গাঙ্গুলি। ক্লাস টু থেকে টুয়েল্ভ। তিতাসের ক্লাসমেট। এখন গোখেলে সাইকোলজি অনার্স নিয়ে পড়ছে সুস্নাতা। 
 
বন্ধুকে নিয়ে একইরকম উচ্ছ্বাস তিতাসের গলাতেও। 
 
তবে এই সম্বর্ধনা, থ্যাংক্স গিভিং-এ ভেসে যেতে রাজি নয় মোটেই মহিলা বিশ্বকাপ পেশাদারিত্ব শিখিয়েছে তিতাসকে। তাই অনাযায়ে বলতে পারে। এই সেলেব্রেশন হয়তো আর সাতদিন। তারপর সব থিতিয়ে যাবে।
আসলে এটাই একজন পেশাদার ক্রিকেটারের দৃষ্টিভঙ্গী। যে অনায়াসে বলতে পারে দুটোকেই একসঙ্গে চালাতে পারলে ভাল। কারণ শিক্ষার একটা গুণ আছে। ক্রিকেটিং মগজ তৈরি করার। আর খেলার একটা শিক্ষা হল টিমমেট হয়ে ওঠা।
তবে আপাতত, আইপিএলের জন্য ফর্ম ফিল আপ করেছে তিতাস। ১২ ফেব্রুয়ারি হবে নিলাম। সেই দিকেই পাখির চোখ। তবে তিতাসের লক্ষ্য আরও বহুদূরের। ২০২৫এ মহিলা বিশ্বকাপে সিনিয়র দলের হয়ে প্রতিনিধিত্ব করা। 



Tags:

bangla news

Bengali news

madhyom    

daughter

women world cup 2023

u19 women t20 world cup 2023

women under 19 world cup 2023

under 19 women t20 world cup champion

icc women t20 world cup u19

women's world cup t20

icc womens t20 world cup 2023 champion

u19 womens t20 world cup

under 19 women's world cup cricket

u19 women's world cup 2023

champion girls

u19 cricketers

u19 women cricketers

returned home

home returned

reception

grand reception

gala reception

floats in celebration


আরও খবর


ছবিতে খবর