এবার কি বন্দে ভারত এক্সপ্রেসে একছুটে উত্তরবঙ্গ?
একছুটে জলপাইগুড়ি। মাত্র সাড়ে সাত ঘণ্টায় কলকাতার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি।
শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। শতাব্দীর মতই বন্দে-ভারত-এক্সপ্রেস হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে। মাঝে ১১৯টা স্টেশনকে বুড়ো আঙুল দেখিয়ে একদৌড়ে জুড়বে গঙ্গা কাঞ্চনজঙ্ঘা।
সোমবার,সকাল ৬টায় হাওড়া থেকে ছেড়ে মালদা টাউন স্টেশনে পৌছায় ১০টা৫০এ। এনজেপি পৌঁছায় দুপুর দেড়টায়।
১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসকে অত্যাধুনিক হাইপার এক্সপ্রেস বলা হচ্ছে। এখনও পর্যন্ত মধ্যবর্তী দুটি স্টেশনে থামার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সেই দুই স্টেশন হল বোলপুর ও মালদা। তবে ট্রায়াল রানে শুধু মালদায় থামায় জল্পনা শুরু হয়েছে।
আপাতত, সপ্তাহে ৬দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। সকালে কলকাতা থেকে নিউজলপাইগুড়ি পৌছে রাতের মধ্যে কলকাতা ফেরা আগামী বছর থেকে শুধু সময়ের অপেক্ষা।
এখন যদিও জন শতাব্দির গতিতে চলবে বন্দে ভারত, আপাতত গতি, ৮০ থেকে ১১০ কিলোমিটার প্রতিঘণ্টায়। পূর্বরেলের দাবি আগামী ছমাসের মধ্যে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার ঘণ্টায় চলবে।
আগামী তিরিশ ডিসেম্বর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রস্তুতি চলছে, তারই।
টিকিটের দাম কত হবে এখনও জানায়নি রেল। এখনও নিশ্চিত করেনি ভারতীয় রেল। আপাতত গতির জগতে ঢুকতে চলেছে পূর্ব রেল।
Tags:
Madhyom
bangla news
Bengali news
Vande Bharat Express
Vande Bharat
Vande Bharat Train
howrah to njp
howrah to New Jalpaiguri
vande bharat express train
vande bharat express full speed
new vande bharat express
vande bharat express speed
vande bharat express route
vande bharat express journey
vande bharat review
vande bharat express news
vande bharat express look
vande bharat express start
west bengal first vande bharat express
pm modi flags off vande bharat express
pm modi flag off vande bharat express
modi flags off vande bharat express
narendra modi flags off vande bharat express
pm modi flagged off vabde bharat express
pm to launch vande bharat
Howraj to NJP Vande Bharat express