img

Follow us on

Friday, Nov 22, 2024

Vande Bharat Express: মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে কারা ছুঁড়ল পাথর?

মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে কারা ছুঁড়ল পাথর?

  2023-01-03 18:48:21

দ্বিতীয় দিনেই অসভ্যতার শুরু। 

৩০ ডিসেম্বর বাংলার মানুষের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছিল, বন্দে ভারত এক্সপ্রেস। নতুন বছরের প্রথমদিন থেকেই যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। একের জায়গায় মধ্যবর্তী তিন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস থামায় সেখানকার বাসিন্দারাও দেশের দ্রুতগামী ট্রেনে যাতায়াতের সুযোগ সুবিধা পাচ্ছেন। 

কিন্তু অসভ্যতা বন্ধ হওয়ার নয়। দ্বিতীয় দিনেই আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। মালদা থেকে বোলপুর আসার পথে, মালদার সামসির কুমারগঞ্জের কাছে ঘটনাটি ঘটে। বন্দে ভারত লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। ক্ষতিগ্রস্থ হয় একটি সেন্সর অটোমেটেড দরজা। যে কারণে বোলপুরে বেশ কিচ্ছুক্ষণ দাঁড়াতে হয় দেশের আধুনিকতম এক্সপ্রেসটিকে। তবে যাত্রীরা সুরক্ষিত। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষে থেকে সব্যসাচী দে জানিয়েছেন, রেলের তরফে এফআইআর করা হয়েছে।

হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে সপ্তাহে ৬ দিন যাতায়াত করার কথা বন্দে ভারত এক্সপ্রেসের। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই এমন ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এই রাজ্যেকে পশ্চিম বাংলাদেশ গড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, কাশ্মীর শুধরে গেছে। বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে। দেশ বিরোধি শক্তি এ রাজ্যে এতো সক্রিয়, এখানকার সরকার সেই শক্তিকে মদত দিচ্ছে। পার্লামেন্টে যখন সি এ এ পাস হল, তখন বিরোধিতা অনেক রাজ্যে হয়েছে। পশ্চিমবঙ্গে তিনদিন ধরে উৎপাত হয়েছে। আড়াইশো কোটি টাকার সম্পত্তি ধংস করা হয়েছে। যার সিংহভাগ রেলের সম্পত্তি। দেশের সম্পত্তিকে এই রাজ্যের একাংশ শত্রু সম্পত্তি মনে করতে শুরু করেছে। দেশের সংবিধানকে তারা শত্রুপক্ষের সংবিধান বলে মনে করছে। তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক। এবং তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে।
বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও।
"অত্যন্ত অন্যায়, পুলিসের উচিত দোষীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত,জাতীয় সম্পত্তি কে নষ্ট করা, ইঁট মারা , জ্বালিয়ে দেওয়া এইগুলো আরজকতা কে আমরা সমর্থন করি না। যেই করুক না কেনো অত্যন্ত অন্যায় করেছে। পুলিশ শাস্তি দেবে। বিজেপি এনআইএর তদন্তের দাবিকে নিয়ে তিনি বলেন এইসব বোকা বোকা কথা। আমিও যখন গিয়েছি বিহার, ঝাড়খণ্ডে গিয়েছি আমার সঙ্গেও হয়েছে। হঠাৎ করে একটা ইঁট এসে জানালায় উপরে পড়েছে। এইগুলো হয়। তবে দৃষ্টান্তমূলক শাস্তি হলে কেউ আর সাহস পাবে না"
যাত্রী স্বাচ্ছন্দ্যই এই সেমি-হাইস্পিড ট্রেনের শেষ কথা। বুধবার ছাড়া সপ্তাহে ৬ দিনই চলছে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গন্তব্য। সেখানে ট্রেনের ওপর পাথর ছোঁড়া। কোচ নষ্টের মত ঘটনা লজ্জাজনক।
গতকালই পুরুলিয়া এক্সপ্রেসের ওপরের পাথর ছোঁড়ার মত ঘটনা ঘটেছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপর যদি ভারতীয় রেল জানিয়ে দেয় ঐ পথ টড়েন চালাবে না তাহলে সামগ্রিক ভাবে ক্ষতি সেই রাজ্যের। সেই এলাকার মানুষের। গতিকে কি কখনও পাথর ছুঁড়ে থামানো যায়?

Tags:

Madhyom

Malda

bangla news

Bengali news

Vande Bharat Express

Vande Bharat

Vande Bharat Train

stone pelting

vande bharat express train

new vande bharat express

vande bharat express journey

vande bharat express news

howrah new jalpaiguri vande bharat express

kolkata vande bharat express

njp vande bharat express

howrah vande bharat express

stone pelting at vande bharat express

stone pelting on vande bharat express

stone pelting at vande bharat

stone pelting on vande bharat

vande bharat express stone pelting

stone pelting on vande bharat train

stones pelted at vande bharat express

vande bharat stone pelting

malda stone pelting


আরও খবর


ছবিতে খবর