img

Follow us on

Saturday, Jan 18, 2025

Vande Bharat stone pelting: পাথর রাজনীতি! বন্দে ভারত এক্সপ্রেস কি বন্ধ হবে রাজ্যে?

পাথর রাজনীতি! বন্দে ভারত এক্সপ্রেস কি বন্ধ হবে রাজ্যে?

  2023-01-04 19:48:53

আবার আক্রান্ত বন্দে ভারত হাইপারসনিক সুপারফাস্ট এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পরেই বন্ধে ভারতের দুটি কামরায় এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই সুপারফাস্ট ট্রেনের সি -৩ এবং সি-৬ কামরার জানালায় কাঁচে ফাটল ধরে যায় বলে অভিযোগ।ঘটনার পর নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ।
 
সোমবার ডাউন বন্দে ভারত এক্সপ্রেসের মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুমারগঞ্জ এলাকায় একইভাবে পাথর ছুঁড়ে গেটের কাচ ভাঙ্গে দুষ্কৃতীরা বলে অভিযোগ। সেই ঘটনা রেষ কাটতে না কাটতেই আবারো নিউ জলপাইগুড়ি। স্টেশন ছাড়তেই হাইপারসনিক সুপারফাস্ট ট্রেনে ইঁট,পাথর ছুঁড়ে দুটি কামরার  জানালার কাঁচে ফাটল ধরানো হয় বলে অভিযোগ । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। আশঙ্কা, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে বন্দে ভারতে যাত্রা করতে অনীহা দেখা দেবে যাত্রীদের। 
 
কিন্তু এই ঘটনায় দুষ্কৃতীদের কোনরকম হদিস পায়নি এনএফ রেল কর্তৃপক্ষের কর্তারা। হদিশ পায়নি রাজ্য পুলিশও। কিন্তু কেন এই পাথর ছোঁড়ার ঘটনা? তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, উদ্বোধনে রামধ্বনির বদলা। রাজ্য সরকার চায় না বন্দে ভারত চলুক।
 
পালটা অভিযোগ মন্ত্রী ফিরহাদ হাকিমের। জানিয়েছেন, বিজেপির বাংলা ভাগের চক্রান্ত নয় তো?
 
কিন্তু প্রশ্ন হল বার বার বন্দে ভারতের ওপর আক্রমণ কেন? প্রাক্তন রেলকর্তাদের বক্তব্য প্রায় ৬০০ কিলোমিটার রেলপথে সর্বত্র তো রেলের নজরদারি সম্ভব নয়। রাজ্য পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
 
------একাধিকবার বন্দে ভারতের ওপর পাথর কেন?
অন্তর্ঘাতের জন্য পাথর ছোঁড়া হচ্ছে !
দুষ্কৃতীরা জানে,তাঁদের ধরা সহজ নয়,তাই বেশি বেপরোয়া
পিছনে অপরাধীদের থাকার সম্ভাবনা
 
বারংবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটলে কি হতে পারে? প্রাক্তন রেলকর্তাদের বক্তব্য, 
 
--------বারংবার পাথর ছোঁড়ার ঘটনা ঘটলে কি হতে পারে? 
রাজ্যের রেলপ্রকল্প উন্নয়নে পিছিয়ে আসতে পারে রেল
নতুন রেলপথ চালুর ক্ষেত্রেও নিরাপত্তার প্রশ্ন সামনে আসবে
নতুন দ্রুতগামী ট্রেন দেওয়ার ক্ষেত্রে দু'বার ভাববে ভারতীয় রেল।
সর্বোপরি গতি কমবে বাংলার, ফলে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগও কমবে।
 
যে অঞ্চলে পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে সেখানে রীতিমত চিরুনি তল্লাশি শুরু করেছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ। তবে একটা বিষয় স্পষ্ট, যারাই বন্দে ভারত এক্সপ্রেসের মত হাইপারসনিক সুপার ফাস্ট এক্সপ্রেসে পাথর ছুঁড়ছে বা ছুঁড়তে উৎসাহ দিচ্ছে তাঁরা আর যাই হোক বাংলার ভাল চান না। দ্বিতীয় কথা হল বন্দে ভারতের মত দামি ট্রেন নষ্ট করে, নিজের ট্যাক্সের অর্থকে জলাঞ্জলী দিচ্ছেন পাথর ছোঁড়া দুষ্কৃতীরা।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Vande Bharat Express

Vande Bharat

Vande Bharat Train

stone pelting

vande bharat express train

new vande bharat express

vande bharat express speed

njp vande bharat express

stone pelting at vande bharat express

stone pelting on vande bharat express

stone pelting at vande bharat

stone pelting on vande bharat

vande bharat express stone pelting

stone pelting on vande bharat train

stones pelted at vande bharat express

vande bharat stone pelting

stone pelting in vande bharat train

stones pelted at vande bharat

vande bharat express howrah to njp

vande bharat express west bengal stone pelting

vande bharat express stones pelted

vande bharat express in west bengal

vande bharat express train pelted in west bengal

stop running in west bengal

vande bharat stop running in west bengal


আরও খবর


ছবিতে খবর