img

Follow us on

Saturday, Jan 18, 2025

Vote Boycott: রাস্তা নেই, সেতু নেই, বালুরঘাটে ভোট নেই

রাস্তা নেই, সেতু নেই, বালুরঘাটে ভোট নেই

  2023-03-03 20:21:12

ছবির মত গ্রাম। পঞ্চায়েতের নামটিও সুন্দর। জলঘর। তবে,বর্ষায় সত্যিই জলের ঘর হয়ে যায় ঐ জলঘর পঞ্চায়েতের ছোট দেউরা। ছোট দেউড়া একটা ছবির মত গ্রামের নাম। 

মনে করতেই পারেন,কদিন থেকে আসি এই গ্রামে। কিন্তু ভুলেও যাবেন না! হয়তো যেতেও পারবেন না। কারণ গ্রামে কোন রাস্তা নেই। সেতুও নেই।
 
যাতায়াতের অসুবিধার কারণে এই গ্রামে মেয়ের বিয়ে দিতে চায় কেউ।

গত পঞ্চায়েত নির্বাচনে বলা হয়েছিল। কথা রাখেনি পঞ্চায়েত। বিধানসভা নির্বাচনের সময়ে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা। নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে উধাও প্রতিশ্রুতি। নেই রাস্তার গ্রাম হয়েই রয়ে গেছে ছোট দেউড়া গ্রাম। এবার ফের পঞ্চায়েত ভোটের আগে ভোট বয়কটের ডাক। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেউড়া গ্রামে। বাসিন্দাদের বক্তব্য স্পষ্ট, বর্ষাকালে ভোটবাবুরা এসে আমাদের গ্রামে থেকে যান ক'দিন। দেখুন চলাচলের অযোগ্য রাস্তা কাশিয়াখাড়ির উদ্দাম গতি।

এবার রীতিমত ব্যানার টাঙিয়ে ভোট বয়কটের ঘোষণা তাদের। নজরে পড়ুক নেতাদের।

গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসন আশ্বাস দেয়। ভোটের পর ভোট পেরিয়ে যায়। না হয় সেতু বা না হয় পাকা রাস্তা। 
ছবির মত গ্রাম। একটু রাস্তা আর সাঁকো পেলে বদলে যেতে পারত চেহারা। হয়নি। কারণ ভোটবাবুরা কেউ এখানে রাত কাটান না। তারা নিজেদের পাকা বাড়িতে ব্যস্ত,কাটমানির হিসেবে। কখনও ব্যস্ত নাগরিক পরিষেবা নিয়ে দর কষাকষিতে 

পঞ্চায়েত ভোটের আগে এখন টাকা আসার গল্প শোনায় প্রধান। এই কথাও যে মিথ্যে এদ্দিনে জেনে গেছেন ছোট দেউরাবাসীরা। বিজেপি মণ্ডল সভাপতি নীতিগত ভাবে ভোট বয়কট মানতে পারছেন না। আবার ফেলতেও পারছেন নাগরিক দাবিদাওয়াও।

ছবির মত গ্রাম ছোট দেউড়া এখন রেগে আছে। রেগে থাকবে। আগামী পঞ্চায়েত পর্যন্ত। কেউ কথা না রাখলে রাগ হয় না বলুন?

Tags:

Madhyom

vote

bangla news

Bengali news

Bridge

Balurghat

boycott

Road

protests

balurghat news

balurghat news update

balurghat update

balurghat latest news

balurghat latest update

balurghat vote boycott

boycott vote

election boycott

vote boycott

boycott election

boycotting

voters boycott vote

protest boycott

no road village

off road

roadless village

village have no road

no road problem

right to get road

road protest

no bridge

no bridge river

no bridge village

bridge demand

demanding bridge

no vote balurghat


আরও খবর


ছবিতে খবর