শিল্পীর মৃত্যু, সরব রাজ্যপাল
কলকাতায় এসে অনুষ্ঠান চলাকালীন নজরুল মঞ্চে অসহনীয় পরিস্থিতি। তারপরই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে। কেকে-র মৃত্য়ুর কয়েকদিন কেটে গেলেও থামছে না বিতর্ক। অনুষ্ঠানের দিন নজরুল মঞ্চের ঘটনায় প্রশাসনের সার্বিক ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। শিলিগুড়িতে গিয়ে তিনি বলেন, কেকে-র মৃত্যু খুবই বেদনাদায়ক। অনেকেই সেদিনের ভিডিও পাঠিয়েছে, আর তা দেখে বুক ফেটে যাচ্ছে। চূড়ান্ত বিশৃঙ্খলা। এর থেকে প্রশাসনিক ব্যর্থতার নজির আর কী হতে পারে। যারা এই দেখভালের দায়িত্বে ছিলেন, তাদের চিহ্নিত করা উচিত।
বিতর্ক চলতেই থাকবে। তবে শিল্পীর কথা, তাঁর সুর ধাক্কা দেবে অনুরাগীদের মনে। চলকে উঠবে সহশিল্পীদের হৃদয়ে। যেমন তা ধাক্কা দিয়েছে গায়ক শানকে। শান লিখেছেন, বারবার কেকের কথা মনে পড়ছে। কেন জানি না, তবে এজন্য়েই ওকে হয়তো কেকস বলে ডাকতাম। এক অনুষ্ঠানে কেকের স্মরণে পল গানটিও গেয়ে শোনান।