img

Follow us on

Friday, Nov 22, 2024

Santipur Handloom Industry: কেন ধ্বংসের পথে শান্তিপুরের তাঁতশিল্প?

কেন ধ্বংসের পথে শান্তিপুরের তাঁতশিল্প?

  2023-05-18 19:00:54

ওই যে দেখছেন ক্ষয়িষ্ণু চেহারার তাঁত শিল্পীকে, উনি গত ৫০ বছর ধরে এই কাজ করছেন। তাঁরই মতো অসংখ্য শিল্পীর (weavers) হাতের ছোঁয়ায় প্রাণ পেয়ে আসছে শান্তিপুরের শাড়ি। কিন্তু ওনাদের অবস্থা যে কে সেই। মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ওনাদের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু  অবস্থার কোনও পরিবর্তন হয়নি। উল্টে ধুঁকতে বসেছে গোটা শিল্প। ওরা বুঝতে পারছেন না আর কদিন এই জোয়াল টানবেন। 

নেই সঠিক মজুরি, নেই কোন সঠিক সরকারি পদক্ষেপ। তাই ক্রমশ ধ্বংসের পথে শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প (santipur handloom industry)। এক সময় এই নদিয়ার শান্তিপুর এলাকার লক্ষ লক্ষ শ্রমিকের ভরসা ছিল তাঁত শিল্প। মূলত তাঁতের ওপর ভরসা করেই চলতো সংসার। দিন দিন পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আজ হাতে গোনা কয়েকজন তাঁত বুনছেন। তাও কদিন আর তাঁত বুনে সংসার চালাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। নতুন করে কেউ আর এই শিল্পের দিকে আগ্রহ ভরে এগিয়ে আসছেন না। তাঁত শিল্পীরা মূলত সরকারের উদাসীনতাকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন।

একদিকে সরকারি উদাসীনতা অন্যদিকে স্বজনপোষণ। ক্রমশ অসহায় হয়ে পড়ছেন এখানকার শিল্পীরা। কয়েক দশক আগেও মিলত অনুদান। ছোট ছোট পদক্ষেপ নিত সরকার। কিন্তু এখন তাও মেলে না।এবিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে প্রশ্ন করা হলে গতে বাঁধা উত্তর দিয়ে যান তিনি। সরকার মাঝে মাঝে বিজ্ঞাপন দিয়ে তাঁত শিল্পীদের পাশে থাকার বার্তা দিয়ে আসছেন। কিন্তু তা যে কতটা ভাঁওতা দেওয়ার চেষ্টা, তা টের পাচ্ছেন এখানকার তাঁত শিল্পীরা। তাঁদের একটাই আর্জি, সরকার মুখে যে আশ্বাস বাণী শোনাচ্ছে , তা যেন বাস্তবে করে দেখায়। না হলে অচিরেই শেষ হয়ে যাবে শতাব্দী প্রাচীন শান্তিপুরের তাঁত শিল্প। 

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

santipur

shantipur

Santipur Handloom Industry

Santipur Handloom

santipur saree

santipur saree hat

saree manufacturing santipur

santipur tant saree

handloom saree

handloom

handloom sarees

handloom industry

handloom saree manufacturer

handmade handloom saree

looms industry santipur nadia

handloom saree santipur

handloom textile santipur

nadia weavers plight

handloom industry sick


আরও খবর


ছবিতে খবর