রাজ্য বাজেটে নতুন শ্রী 'রাস্তাশ্রী'
চুরির নতুন পথ রাস্তাশ্রী? ভাঙা রাস্তা তৈরির নামে ৩০০০ কোটি টাকা বরাদ্দ করে কি দলীয় কর্মীদের টাকা খাওয়ার আর এক পথ খুলে দিতে চাইল মমতা সরকার ? রাজ্য সরকারের বাজেট ঘোষণার পর এখন এই কথাই ঘুরপাক খাচ্ছে বিরোধী মহলে। প্রশ্নটা উঠছে, তার কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, রাস্তা তৈরির নামে চুরির অভিযোগ উঠছে। যেমন অভিযোগ উঠেছে মালদার মানিকচকে। সেখানে মথুরাপুর বোচাহি থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। কয়েকদিন আগে সেই কাজ শুরু হয়। কিন্তু সেখানেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির যুবমোর্চা ও স্থানীয় লোকজন। যুব মোর্চা সভাপতি সুভাষ যাদবের অভিযোগ, সিডিউল মেনে এই কাজ হচ্ছে না। নিয়মের বাইরে গিয়ে কোথাও তিন ইঞ্চি, কোথাও চার ইঞ্চি বালি দিয়ে ইট বসানো হচ্ছে। ফলে বর্ষকাল এলেই জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠবে।
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাস্তার দাবিতে দিকে দিকে আন্দোলন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী উন্নয়নের যে ফানুস ওড়াচ্ছিলেন, তা চুপসে গেছে বলে সরব হয়েছে আমজনতা। মানুষের মনের কথা বুঝেই এবার বাজেটে রাস্তা সারানো ও নতুন রাস্তা তৈরির জন্য ৩ হাজার কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে। মোট ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা এই টাকায় সারানো হবে বা তৈরি করা হবে। ৩১ মিনিটের বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
ভোটের আগে রাস্তা মেরামতের এই ঘোষণা আসলে চুরির নতুন পথ খুলে দেবে বলে মনে করছেন অনেকে। আগের একাধিক প্রকল্পে যেভাবে চুরির অভিযোগ সামনে এসেছিল, নতুন রাস্তাশ্রী প্রকল্পেও এমন ঘটবে বলে গুঞ্জন উঠছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের চাপে এরমধ্যেই শাসক দলের একাধিক চুরির ঘটনা বারেবারে সামনে এসেছে। রাস্তার টাকা কীভাবে চুরি হয়েছে, তার একাধিক নমুনা সামনে এসেছে। অভিযোগের তদন্ত করতে খোদ দিল্লি থেকে ছুটে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এবার রাজ্য বাজেটে সেই রাস্তার টাকা বরাদ্দ করে টাকা চুরির কি নতুন রাস্তা খুলে দেওয়া হল? সেই প্রশ্নই সামনে আসছে।
Tags:
West Bengal news
west bengal budget
west bengal news today
west bengal latest news
budget 2023
rastashree scheme
rastashree prakalpo
west bengal budget 2023
west bengal budget 2023 news
west bengal budget 2021
west bengal budget news
bengal budget 2023
west bengal budget 2023 live
west bengal budget rastashree scheme
2023 budget
budget 2023 news
budget 2023 latest news
budget 2023 expectations
rastashree scheme bjp
suvendu on rastashree scheme
state own project rastashree
rastashree looting money scheme