img

Follow us on

Friday, Nov 22, 2024

ICSE Topper West Bengal: ICSE তে প্রথম হয়ে কী বার্তা সেন্ট জেভিয়ার্সের সম্বিতের?

ICSE তে প্রথম হয়ে কী বার্তা সেন্ট জেভিয়ার্সের সম্বিতের?

  2023-05-15 19:07:40

আনন্দের সঙ্গে পড়া। আর রেগুলার স্কুলে যাওয়া। এই মূল মন্ত্র হাতিয়ার করেই এবার ICSE তে  প্রথম বর্ধমান সেন্ট জেভিয়ার্সের সম্বিত মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৯৯.৮০। সর্বভারতীয় স্তরে প্রথম হওয়ার খবরে খুশির বান ডেকেছে বর্ধমানের পারকাস রোডের বাড়িতে। সম্বিতের মতে, রুটিন মেনে খুঁটিয়ে বই পড়ায় পরীক্ষাকে কোনওদিন তার চাপ বলে মনে হয়নি। 

দাবার বোর্ড নেশার মতো টানে সম্বিতকে। ঝোঁক আছে ক্রিকেটে। ভালো অ্যাঙ্কারিংও করে। পড়াশোনার পাশাপাশি নানা কাজেই দক্ষ সে। ছাত্রের সাফল্যে খুশি সেন্ট জেভিয়ার্সের ফাদার মারিয়া যোশেফ সাবিয়াপ্পন। তাঁর পরামর্শ, প্রত্যেকে নিয়মিত স্কুল করলেই ফল ভালো হবে। সম্বিতের পাশাপাশি ওই স্কুলের অরিত্র বসু ও অনীশ দত্ত এবার ৯৯.২০ শতাংশ নম্বর পেয়েছে।

ছেলের সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি বাবা মনোজ মুখোপাধ্যায়। বাবা চিকিৎসক। কিন্তু ছেলে হতে চায় সফটওয়ার ইঞ্জিনিয়ার। জুনিয়র ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা সম্বিতের? সম্বিতরা এগিয়ে চলুক। বাংলা তথা দেশের মান উজ্জ্বল করুক। এই কামনা আমাদেরও।

Tags:

West Bengal news

ICSE

Burdwan

icse result

west bengal isc topper

icse topper

icse toppers

icse topper 2023

icse result 2023

icse topper interview

icse 10th topper 2023

  st. xavier's school burdwan

st xaviers school burdwan

xavier's school burdwan

st xaviers school

st xavier burdwan

icse bengal topper


আরও খবর


ছবিতে খবর