রাজ্যের কোষাগারে টাকা নেই, কোপ NCC-র বরাদ্দে
মমতার নবান্নে ভাঁড়ারে মা ভবানী। টাকা দিতে পাচ্ছে না রাজ্য সরকার। সেই কারণে বন্ধ বাংলায় এনসিসি ট্রেইনিং।
অ্যাম্বিয়েন্সঃ
একসময় ছোটবেলা থেকেই স্কুলে স্কুলে এনসিসি ট্রেইনিং চলত। ছেলে মেয়েরা ছোট থেকেই এক্সট্রা কারিকুলার এক্টিভিটির অঙ্গ ছিল এনসিসি। একাধারে শরীর চর্চা, অন্যদিকে মিলিটারি ট্রেইনিং, ডিসিপ্লিন সবকিছুই শিখত বাচ্চারা। যা তাঁদের পরবর্তী জীবনে আর্মি এয়ার বা নেভিতে সুবিধা করে দিত। সঙ্গে থাকত দেশপ্রেমের পাঠ। রাজ্য সরকারের বেপরোয়া বাজেট বহির্ভূত খরচে টান পড়েছে নবান্নের রাজকোষে। সে কারণেই রাজ্যের সরকারের দেয় ন্যূনতম অর্থও দিতে পাচ্ছে না সরকার। ফলে বন্ধ হতে চলেছে স্কুলে কলেজে এনসিসি ট্রেইনিং।
দক্ষ ক্যাডেটরা তাঁদের গ্রেড বাড়ানোর জন্য সার্টিফিকেট বি এবং সার্টিফিকেট সি সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণ করতেন। ভাল স্কোর করলে ভারতের সশস্ত্র বাহিনীতে অফিসার হিসেবে যোগদানের সুযোগ থাকত। রাজ্য সরকারের অর্থদফতর সম্প্রতি লিখিত ভাবে জানিয়ে দিয়েছে। বাজেটে অর্থের টানাটানির জন্য নিজেদের দেয় অর্থ দিতে পারবে না। ফলে বাংলার ক্যাডেটদের ভবিষ্যৎ অন্ধকার।
১৯৮৮ সালে স্থাপিত হওয়া এনসিসি-র মূল লক্ষ্য আর উদ্দেশ্য হল, কিশোর বয়স থেকে ক্যাডারদের চরিত্র, সহযোগী মনোবৃত্তি, শৃঙ্খলা, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, সামাজিক চেতনার বিকাশ করা। গত সাড়ে তিন দশকে প্রতিবার এনসিসি তাঁর প্রত্যাশা পূরণ করে চলেছে। রাজ্যের সরকারের অর্থ সংকট বাংলার ক্যাডারদের ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে।
পশ্চিমবঙ্গের এনসিসি-র পিআরও মেজর ডাঃ বিবি সিং জানিয়েছেন, বাংলার যেসব ক্যাডেটের বি সার্টিফিকেটে ভাল নম্বর আছে, আর সি সার্টিফিকেটে অন্তত ৫৫ শতাংশ স্কোর তাঁদের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সার্ভিসেস বা সিডিএস পরীক্ষায় বসতে হয় না। সরাসরি, এসএসবি ইন্টারভিউ-এর জন্য যোগ্যতা অর্জন করে। এবছর অধিকাংশ ক্যাডেট সেই সুযোগ হারাতে চলেছে।
মাস ছয়েক আগে রাজ্যের অর্থদফতর জানিয়ে ছিল সরকারের ভাণ্ডার শূন্য হওয়ার কারণে রাজ্যের উন্নয়নের কাজে ব্যয় বরাদ্দ কমাতে চলেছে। গত বিধানসভা অধিবেশনে রাজ্যের অর্থবিলে সংশোধনী পাশ করায় সরকার। যাতে বলা হয়, এখন থেকে রাজ্যের জিডিপির ৩% শতাংশের বদলে ৫% পর্যন্ত ধার নেওয়া চলবে। যার অর্থ ধার করে চলা রাজ্যের সরকার আরও বেশি ধার নেওয়ার রাস্তা খুলল। বাড়তি ধারের দরজা খুললেও পুরানো বাবু কালচারের মত অর্থ অপচায়ে বিরাম নেই এই সরকারের।
তাই এবারে কোপ এনসিসি-র বরাদ্দে।
Tags:
Mamata Banerjee
Madhyom
Mamata
bangla news
Bengali news
West Bengal Govt
Govt Of West Bengal
financial crisis
Bangla khabor
mamata banerjee today
ncc fund crisis
ncc economic crisis news
ncc economic crisis
didi
no money in exchequre
cancelled allocation
allocation for ncc
NCC
NCC Alllocation
GOVT exchequer
WB Govt exchequre
allocation cut off
Finance dept of west bengal