WhatsApp_Image_2023-02-05_at_2010.03
এবার বাসন্তী। ফের বোমা বিস্ফোরণ। ফের মৃত্যু।
অবৈধভাবে বোমা বানাতে গিয়ে আহত দুই নিহত এক।
তবে পুলিশ সূত্রে তিনজন আহত হওয়ার কথা জানানো হয়েছে। অসমর্থিত সূত্রে খবর একজন এই ঘটনায় আরও একজন নিহত।
এবার ঘটনাস্থল,বাসন্তী থানা তিতকুমার গ্রাম। জানা গেছে, শনিবার দুপুরে বোমা বাধার কাজ চলছিল।একটু বেসামাল হতেই ফেটে যায় বোমা। গুরুতর জখম হয় তিনজন। যাদের মধ্যে একজনকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।
অন্য দুজনকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা বিস্ফোরণের ফলে যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেই বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ঘটনার পর এলাকায় প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে। এবং স্থানীয় বিধায়ক অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
যদিও এরকম হাজারো শাস্তির দাবি, এর আগে প্রতিবার সরকার পক্ষ আর শাসক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু যেখানে কোন বিরোধী নেই, সেইখানে শাসকদল জানেন না কারা বোমা বাঁধছে? কারা বোমা বানানোর বরাত দিচ্ছে? এটা বিশ্বাসযোগ্য?
পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে তত বেশি বোমা বিস্ফোরণ হচ্ছে।
--------------------------------------------
ভাটপাড়া ২১ জানুয়ারি, ২০২৩ ১৫০ তাজা বোমা উদ্ধার
মাথাভাঙা, কোচবিহার, ১ জানুয়ারি, ২০২৩, আলু ক্ষেতে বল ভেবে খেলতে বোমা বিস্ফোরণ। আহত শিশু
মারগ্রাম, বীরভূম, ২৩ ডিসেম্বর, বল ভেবে খেলতে গিয়ে মৃত ২ শিশু
কাঁথি, ৩ ডিসেম্বর, ২০২২, তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বিস্ফোরণ বোমা বানাতে গিয়ে নিহত ৩
জগদ্দল ২৭ নভেম্বর, ২০২২ বিয়ে বাড়ির সামনে বোমা বিস্ফোরণ আহত ৪
কুলপি, ১৭ নভেম্বর ২০২২, প্লাস্টিকের বাঁধা বোমা খুলতে গিয়ে আহত ৩ শিশু
মিনাখাঁ ১৫ নভেম্বর, ২০২২, বোমা ফেটে মৃত্যু এক ছাত্রীর
দেগঙ্গা, ৬ নভেম্বর, ২০২২ নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণ, মৃত ২
ধুবুলিয়া, ২ নভেম্বর, ২০২২, বাড়ির ভিতরে বোমা বিস্ফোরণ
টিটাগড় ১৭ সেপ্টেম্বর, ২০২২, স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ
--------------------------------
সব ক্ষেত্রেই শাসক দলের যোগাযোগ পাওয়া গেছে। আর প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু! রাজ্যটা কি তাহলে বোমার উপরে বসে আছে? প্রশ্ন বিরোধীদের।
Tags:
West Bengal news
Madhyom
West Bengal police
West Bengal
West Bengal BJP
Bengal news
bangla news
Bengali news
bomb
Bengal
bengali latest news
bengal politics
state
safe
west bengal in piles of bombs
latest west bengal news
latest bengali news
news bengali
west bengal state
west bengal bomb blust
pile of bombs
state in the pile of bombs
pile
bengali
safe bengal
safty
safe place