বালুরঘাট বিমানবন্দর কেন্দ্রকে দিতে আপত্তি কেন রাজ্যের?
মালদার গাজলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও শুরু করা যাচ্ছে না বালুরঘাট এয়ারপোর্টের উড়ান। এদিকে ১৫ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে কোচবিহার এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা।
বালুরঘাট বিমানবন্দর চালু করতে না পারার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব বলে সমালোচনায় বিধায়ক অশোক লাহিড়ি।
সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করে বিধায়ক জানান, এর ফলে কেন্দ্রীয় সরকারের ঊড়ান প্রকল্পে নশো নিরানব্বই টাকায় বিমান পরিষেবা চালু করতে পারবে দিল্লি।
যদিও বিধায়কের বক্তব্যে বেজায় চটেছেন, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি। তার হাস্যকর দাবি, রাজ্য সরকারের কোন কমিটিতে নেই বিধায়ক অশোক লাহিড়ি, সেই কারণেই সরকারের বাস্তব আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল নন তিনি।
কিন্তু প্রশ্ন হল যে সরকার অর্থের অভাবে সরকারি কর্মচারিদের ডিএ দিতে পারছে না। আটকে আছে একাধিক প্রকল্পের কাজ। বাজেট ঘোষণা সত্ত্বেও, সরকারের সারা বছর খরচে বছরের বেশিরভাগ সময়ে রাশ টেনে রেখেছিল রাজ্যের অর্থদফতর। সরকারি নোটিফিকেশনেও তার উল্লেখ আছে। সেই সরকার নিজস্ব বিমানবন্দরের জেদে আটকে রেখে কার সুবিধা করতে চাইছে? জানতে চাইছে বালুরঘাট।
Tags:
West Bengal news
Madhyom
West Bengal
Bengal news
bangla news
Bengali news
bengali news today
west bengal latest news
bengal politics
west bengal news update
west bengal map
west bengal airport
balurghat airport
state govarnment objection
state govarnment objects
object to handover
handover balurghat airport
balurghat airport contro
balurghat airport debate
handover balurghat airport to central govarnment