img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mithun Chakraborty: পঞ্চায়েত ভোটে মিঠুনের কোন ডায়লগ?

মিঠুন চক্রবর্তী

  2023-01-04 18:51:00

মিঠুন চক্রবর্তী মানেই গরমাগরম ডায়লগ। তাঁর কথায় ঢেউ ওঠে জন সমুদ্রে। চারদিকে রব ওঠে 'গুরু' 'গুরু'। লোকসভা ভোটের প্রচারে সেই ডায়লগে কেঁপে ছিল গোটা বাংলা। এবার পঞ্চায়েত ভোটের আগেও আসরে তিনি। জেলায় জেলায় ঘুরে কথা বলছেন বিজেপি কর্মীদের সঙ্গে। কথা বলছেন আমজনতার সঙ্গেও। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় ডায়লগ নিয়ে। তিনি বলেন, সময় আসুক নিশ্চয়ই ডায়লগ দেব।

আসলে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ক্যারিশমা এমনই, তাঁকে দেখলেই দোলা দেয় বাঙালি তথা সারা দেশবাসীর মন। তাঁর কথায় মজতে চান সাধারণ মানুষ। ২২ নভেম্বর কলকাতায় আসেন তিনি। বলেন, কেন্দ্রের নির্দেশে রাজ্য সভাপতি আমায় ডেকেছেন। তাই এসেছি বাংলায়। ২৬ নভেম্বর পঞ্চায়েত কর্মী সম্মেলনে যোগ দিতে পাণ্ডবেশ্বর যান মিঠুন। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মহাগুরুর এবারের সফর।২৭ নভেম্বর মিঠুন হাজির ছিলেন বীরভূমের বিজেপি কর্মী সম্মেলনে। সেখানে তিনি জানান, রাজ্যে বদল দরকার। আর সময় এলেই তিনি সেখানে ডায়লগ শোনাবেন। অনুষ্ঠান করবেন।

কয়েকদিনের সফরে জেলা জেলায় ঘুরলেন মহাগুরু। কথা বললেন বিজেপি কর্মীদের সঙ্গে। কীভাবে মাটি আঁকড়ে শাসকের সঙ্গে লড়তে হবে, বাতলে দিলেন সেই পথও।

Tags:

 

bjp

Mithun Chakraborty

bjp news

Mithun Chakraborty BJP

panchayet election

bjp mithun chakraborty

mithun chakraborty news

mithun chakraborty news update

mithun chakraborty dialogue

  mithun

mithun da dialogue

mithun dialogues

mithun best dialogue

kormi sommelon

sammelan


আরও খবর


ছবিতে খবর