রাজ্যজুড়ে লোডশেডিংয়ের কারণ কী?
একে তীব্র গরম। তার ওপর দফায় দফায় লোডশেডিং। কলকাতা থেকে জেলা, গা জ্বালা গরমে সর্বত্র এক ছবি। মাঝ রাতে আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় ঘুম দফা রফা হচ্ছে হাজার হাজার মানুষের। আজ ভুগছেন এক জায়গার মানুষ, কাল ভুগছেন আর এক জায়গার বাসিন্দা। জেলা জুড়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে ভোগান্তির লোড শেডিং। কিন্তু কেন এই পরিস্থিতি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা সরকারের এখন দেউলিয়া অবস্থা। টাকার অভাবে কয়লা কিনতে পারছে না বিদ্যুৎ দফতর। তাই ঘুরিয়ে ফিরিয়ে লোডশেডিং চলছে সর্বত্র।