অভিষেককে সাড়ে ৬ ঘণ্টা জেরা ইডির
আদালতের রক্ষাকবচে আজকের মতো রেহাই। কিন্তু ইডির পরবর্তী তলবের দিনে কী হবে অভিষেকের? এই জল্পনাই এখন তৃণমূলের অন্দরে ঘুরপাক খাচ্ছে। আজ সকাল ঠিক এগারোটার সময় সিজিও কমপ্লেক্সে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কয়লা কেলেঙ্কারির জন্য তাঁকে ডাকা হয়েছে। কিন্তু হাজিরার সময় তাঁর কনভয় দেখে উপস্থিত সকলের চোখ ধাঁধিয়ে যায়। বিলাসবহুল বিদেশি গাড়িতে করে ইডি অফিস চত্বরে ঢোকেন অভিষেক। তাঁকে নিয়ে যাওয়া হয় সাততলায় ইডির অফিসে। সেখানে হাজির ছিলেন দিল্লি থেকে আসা ইডির দুই শীর্ষ কর্তা। তাঁদের জেরার মুখে বেশির ভাগ প্রশ্নই এড়িয়ে যান তৃণমূল নেতা। বলেন, উত্তর জানা নেই।
কলকাতায় জেরার মুখে যখন উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিষেক, তখন দিল্লিতে তাঁর গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। অভিষেককে ইডি হেনস্থা করছে বলে অভিযোগ জানানো হয়। বলা হয়, তদন্তের নামে বারবার ডাকা হচ্ছে। বিচারপতি সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একইসঙ্গে জানান, এর মধ্য়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে না ইডি। ফলে, শুক্রবারের জেরা পর্বে অভিষেক যে গ্রেফতার হচ্ছেন না তা স্পষ্ট হয়ে যায়। কিন্তু জেরা চলে দীর্ঘক্ষণ।
আর এই জেরার আগে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা খতিয়ে দেখতে গতকাল রাতেই সেখানে পৌঁছে যায় তাঁর প্রোটোকল অফিসাররা। তাঁদের সঙ্গে যায় কলকাতা উত্তর থানার পুলিশ। তাঁরা সিজিও কমপ্লেক্সের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন। হাজার হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে যাঁকে ডাকা হচ্ছে, তাঁর জন্য রাজ্য সরকারের এমন নজরদারিও সকলের চোখ টানে।
যেমন সকলের নজর কেড়েছিল যখন কয়লা পাচারের সঙ্গে উঠে এসেছিল অভিষেকের নাম। কেলেঙ্কারির সূত্র খুঁজতে
এর আগেও অভিষেককে দিল্লিতে দু বার জেরা করেছিল ইডি। জেরা করা হয় তাঁর স্ত্রী রুজিরা, শ্যালিকা মেনকা গম্ভীরকেও। গোয়েন্দা সূত্রে খবর, এই পাচার কাণ্ডের অন্যতম চাঁই অনুপ মাজি ওরফে লালার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি মেলে। সেই নথি খতিয়ে দেখতে গিয়ে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একটি বিদেশি ব্যাংক একাউন্টের হদিস পান অফিসাররা। যেখানে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, আসানসোলের একাধিক বেআইনি কয়লাখনি থেকে কয়লা পাচারে ১৩০০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছিল। যার বেশিরভাগটাই গেছে প্রভাবশালীদের পকেটে। সেই দুর্নীতির সন্ধানেই জেরা অভিষেককেও। ইডি সূত্রে খবর, জাল তাঁরা প্রায় গুটিয়ে এনেছেন। এই আশঙ্কা থেকেই কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক? এদিন সাড়ে ৬ ঘণ্টা জেরার পর থেকে তিনি বেরিয়েছেন ইডির অফিস থেকে। কিন্তু এভাবে কি গ্রেফতারি এড়ানো যাবে, প্রশ্ন সিজিও কমপ্লেক্সের অন্দরে।
Tags:
Mamata Banerjee
Madhyom
Abhishek Banerjee wife
bangla news
Bengali news
coal scam case
fate of abhisek banerjee
what will be the fate of abhisek banerjee at next ed summon
Abhisek Banerjee
Abhisek ed
ed summons abhishek banerjee
abhishek banerjee news
abhishek banerjee latest news
abhishek banerjee today
abhishek banerjee tmc
abhishek banerjee coal scam case
abhishek coal scam
abhisek sc
abhisek supreme court
abhisek relieved at court
abhisek at ed radder
tmc mp abhisek banerjee