সুকান্ত মন্তব্যে জল্পনা,১২ ডিসেম্বরের পর কী হবে রাজ্যে?
আর হাতে গোণা কয়েকটা দিন। তারপরই ডিসেম্বর (December)। এই ডিসেম্বর মাসেই কী হবে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। সময় যত এগিয়ে আসছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। এরমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে চা খেতে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনীতিতে কানাঘুষো, একের পর এক কেলেঙ্কারিতে সরকার যখন জর্জরিত, তখন আতঙ্কে মুখ্যমন্ত্রী। এ থেকে বাঁচার পথ খুঁজছেন তিনি। তাই রাজ্য বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছেন। এই পরিস্থিতিতেই ডিসেম্বর জল্পনা আরও উস্কে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar)। তিনি বলেন, ১২ ডিসেম্বরের পর কী হয় দেখুন।
পাণ্ডবেশ্বরে ঝাঁঝরা এলাকায় এদিন হাজির ছিলেন সুকান্ত। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় কর্মী সম্মেলনে জোর দিয়েছেন তাঁরা। সেখানে সুকান্ত বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বেড়ে ২ হাজার টাকা করা হবে। ১০ হাজার চাকরিরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পাণ্ডবেশ্বরের পাশাপাশি আসানসোলেও কর্মী সম্মেলন করেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিক বৈঠকে মিঠুন বলেন, সিপিএমকে হারাতে যেমন সব বিরোধী দল তৃণমূলকে সাহায্য করেছিল, তেমনি তৃণমূলকে হারাতে সবাইকে একজোট হতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি মিঠুন।
২০২৪ এর আগে পঞ্চায়েত ভোটকেই পাখির চোখ করছে বিজেপি। তাই জেলায় জেলায় চলছে সংগঠনকে সাজিয়ে তোলার প্রস্তুতি। একদিকে বিজেপি কর্মীদের মনোবল যখন বাড়ছে, তখন ছন্নছাড়া অবস্থা তৃণমূলে। তাদের সকলেরই মনে এখন একটাই প্রশ্ন, কী হতে চলেছে ডিসেম্বরে? যে জল্পনা এদিন ফের বাড়িয়ে দিয়েছেন খোদ রাজ্য বিজেপি সভাপতি।
Tags:
Mamata Banerjee
Sukanta Majumdar
sukanta majumder
Mithun Chakraborty
Mithun Chakraborty BJP
sukanta majumdar bjp
sukanta majumdar news
sukant majumdar
bjp sukanta majumdar
sukanta majumdar on tmc
sukanta majumdar fumes speculation
Sukanta on mamata govt. mithun attacks mamata
mithun chakravarty
mithun chakrabarty news
bjp mithun chakraborty
mithun chakraborty news