মুখ্যমন্ত্রী নাচছেন,বাংলার মা কাঁদছেন!
আর একটা পুজো(Durga Puja) এসে গেল। মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিবারের মতো পুজো উদ্বোধনে মেতে আছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কোথাও নিজেই কাঁধে তুলে নিচ্ছেন ঢাক। বোল তুলছেন। আর সেই আওয়াজই চড়াম চড়াম করে ছড়িয়ে পড়ছে বিজেপির শহীদ পরিবারগুলির মধ্যে। যেমন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Avijit Sarkar)। তৃণমূলের হিংসার বলি হতে হয়েছিল এই বিজেপি (BJP) কর্মীকে। ফের পুজো এসেছে। আর অভিজিতের বাড়িতে গুমরে উঠছে কান্না। মুখ্যমন্ত্রীর ঢাক বাজানো দেখতে দেখতে পরিবার ভাবছে সেই মর্মান্তিক দিনের কথা।
ঢাক বাজানোর পাশাপাশি এবার নজর টেনেছে মুখ্যমন্ত্রীর ডান্ডিয়া নাচ (Dandiya Dance)। মমতা বন্দ্যোপাধ্যায় লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে নাচছেন। মুখ্যমন্ত্রী মজে আছেন পুজোয়। কিন্তু কলকাতা থেকে বহু দূরে নদিয়ার গাংনাপুরে এখনও গুমরে মরছে উত্তম ঘোষের (Uttam Ghosh) পরিবার। বিজেপি কর্মী উত্তম ঘোষ। তাঁকেও বিধানসভার ফল প্রকাশের পর নির্মম ভাবে খুন করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। সেদিকে কোনও দিনই নজর দেননি মুখ্যমন্ত্রী। আজও তাঁর নজরে নেই। বরং পুজো এসেছে, তাই ঢাক বাজিয়ে আর ডান্ডিয়া নেচে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
অভিজিৎ, উত্তম ঘোষ থেকে হারান অধিকারী, ভাদু দাস, গৌরব সরকার। ভোট পরবর্তী হিংসার বলি হয়েছিলেন ৫৬ জন। তাঁদের পাড়াতেও পুজো হচ্ছে। কিন্তু ঘরে ঘরে কান পাতলেই শোনা যাচ্ছে চাপা কান্না। মণ্ডপে মণ্ডপে গিয়ে চণ্ডীপাঠ করছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু তা আরও জ্বালা ধরাচ্ছে শহীদ পরিবারগুলির মনে। তাঁদের কাছে এটা মুখ্যমন্ত্রীর ভড়ং। এই দেখনদারি চান না তাঁরা। বরং চান বিচার। ন্যায় বিচার। আর একটি পুজো এসে গেলেও যা এখনও মেলেনি। তাই মুখ্যমন্ত্রীর ঢাকের আওয়াজ, ডান্ডিয়া আর চণ্ডীপাঠও তাঁদের কাছে বাড়তি কোনও সুর বয়ে আনে না।