img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ratha Yatra: পুরীর রথের সঙ্গে মাহেশের রথের তফাৎ কোথায় ?

মাহেশে অনলাইনে পুজো

  2022-06-24 19:58:19

Mahesh Ratha Yatra

সামনেই রথযাত্রা। তার আগে বিতর্কে মাহেশের মন্দির কর্তৃপক্ষ। এবারই প্রথম অনলাইন পূজার ব্যবস্থা করা হয়েছে সেখানে। তবে দক্ষিণা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে। অভিযোগ, মাহেশে জগন্নাথ দেবের পুজো দিতে হলে ৫০০০ টাকা দিতে হবে। এমন জল্পনাকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে ট্রাস্টি বোর্ড। তাঁরা জানিয়েছেন, ৫০ টাকা , ১০০ টাকার ডালি নিয়ে পুজো দেওয়া যাবে। তবে অনেকে বিশেষ দিনে পুজোর আয়োজনের পুরো খরচ দিতে চান।  তাই অনলাইনে এমন পুজোর জন্য ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। 
এবছর মাহেশের রথ ৬২৬ বছরে পড়ল। এত বছর ধরে এখানে বিগ্রহে কোনও পরিবর্তন করা হয়নি। পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে মাহেশে এটাই বড় পার্থক্য বলে জানান মন্দিরের প্রধান পুরোহিত। 
করোনার জন্য দু বছর এই রথযাত্রা উৎসবে সাধারণ মানুষ যোগ দিতে পারেনি। এবার তাই কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। নেওয়া হচ্ছে প্রস্তুতিও। 
 

#Mahesh  #RathaYatra #Srerampur #hooghly

 

 

Tags:

Hooghly

Mahesh Ratha Yatra

Srerampur Mahesh Ratha


আরও খবর


ছবিতে খবর