পূর্ব বর্ধমানে বালি মাফিয়া দৌরাত্ম্যে কার হাত?
পূর্ব বর্ধমানে (East Burdwan) বেড়েই চলেছে বালি মাফিয়াদের(sand mafia) দৌরাত্ম্য। কয়েকদিন আগেই জামালপুরের (Jamalpur) গড়াগাছায় সরকারি আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। লরিতে ওভারলোডিং বন্ধ করার জন্য তল্লাশির সময় এই ঘটনা ঘটে। এর পর কয়েকদিন ওভারলোডিং বন্ধ থাকলেও ফের তা চালু। গতকাল থেকেই ফের শুরু হয়েছে বালির ওভারলোডিং। পুলিশের নজর এড়াতে রাতে আচমকাই জামালপুরের নসিপুর গ্রামে ঢুকে পড়ে ৮টি ট্রাক। গ্রামবাসীদের অভিযোগ, এসডিও-র তাড়া খেয়ে এগুলি ঢুকে পড়ে। পরে ট্রাকগুলিকে আটক করে খবর দেওয়া হয় পুলিশকে।
গ্রামবাসীদের অভিযোগ, শাসকের মদতেই চলছে এই বালি মাফিয়া চক্র। স্থানীয় ভাবে এর সঙ্গে জড়িত আছেন জামালপুর বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল (TMC) সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দাড়ি। পুলিশের সহযোগিতাতেই এই চক্র চলছে বলে অভিযোগ। এদিন ঘটনাস্থলে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা।
বীরভূম থেকে বর্ধমান। এই বালি পাচার চক্রের সঙ্গে একসময় জড়িয়ে ছিল অনুব্রত মণ্ডলের নাম। সেই তৃণমূল নেতা এখন জেলে। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও থেমে নেই চোরাচালান। শাসকের মদতেই চলছে বালি ওভারলোডিং। দেখেও দেখছে না পুলিশ। অনেকের অভিযোগ, এই দুর্নীতির জাল কলকাতা পর্যন্ত ছড়িয়ে আছে। চেন ওয়াইস চলছে টাকা ভাগ। তাই পুলিশও কিছু করতে সাহস পায় না। আর নেতাদের মদত পেয়েই আঙুল ফুলে কলাগাছ হচ্ছে স্থানীয় নেতাদের। দুর্ভোগ শুধু ভোগ করছে সাধারণ মানুষ।