কেন দরজা খোলার কথা বলছেন অভিষেক?
শুভেন্দু আতঙ্কে ভুগছেন অভিষেক? তাই কি ছুটে যাচ্ছেন অধিকারী গড়ে? তাই কি তুঙ্গে তুলছেন ব্যক্তি আক্রমণ? মেদিনীপুরে তৃণমূলের ছন্নছাড়া পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন তিনি? বাম জমানার শেষের শুরু হয়েছিল এই পূর্ব মেদিনীপুর থেকেই। রাজ্যে পরিবর্তনের আগে এই পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ হাত ছাড়া হয়েছিল সিপিএমের। পঞ্চায়েত নির্বাচন সামনে আসতে তাই ঘুম ছুটেছে তৃণমূল নেতৃত্বের। বিজেপি ভাঙাতে তৎপর শাসক। শনিবার শুভেন্দুর বাড়ির কাছে সভা করে তাই তিনি বললেন, দরজা খুলি? কোন দরজা খুলতে চাইছেন তিনি? জেলায় সংগঠনের হাল খারাপ বুঝেই কি তিনি চিচিংফাঁক করতে চাইছেন? সেক্ষেত্রে আলু ফাঁক, পটল ফাঁকের অবস্থা হবে না তো? বিরোধীরা বলছেন, দরজা খুললে ভিতরে যেমন আসে তেমন তা বেরিয়েও তো যেতে পারে? শুনুন, দরজা খোলার নামে কী বললেন অভিষেক।
সর্বভারতীয় তৃণমূল সম্পাদকের পরিস্থিতি কি করুণ তা বোঝা গেছে মারিশদার প্রধানের কথায়। সভায় দাঁড়িয়েই মারিশদার প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে ইস্তফার নির্দেশ দেন অভিষেক। তবে সেখানকার প্রধান আজ জানিয়েছেন, অভিষেকের কথায় ইস্তফা দেব না। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণ বললে ইস্তফা দেব। এভাবে অভিষেকের বলা যে ঠিক হয়নি, তাও প্রকাশ্যে জানিয়েছেন তিনি। ফলে পঞ্চায়েত ভোটের আগে যে নাটকই করুন অভিষেক, তা যে ব্যুমেরাং হতে পারে, তার ইঙ্গিত মিলছে।
Tags:
Mamata Banerjee
Abhishek Banerjee
TMC MP Abhishek Banerjee
abhishek banerjee news
abhishek banerjee tmc
abhishek banerjee speech
abhishek banerjee news update
abhishek banerjee news latest
abhishek banerjee rally
tmc leader abhishek banerjee
abhishek banerjee news today
abhishek banerjee vs suvendu adhikari
abhishek banerjee on suvendu adhikari
abhishek banerjee kanthi