img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anubrata Mondal:  অভিষেককে ইডির তলব শুনেই নাচতে চাইলেন অনুব্রত?

নাচব নাকি? কেন বললেন অনুব্রত?

  2022-09-01 20:41:46

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হঠাৎ নাচের কথা কেন অনুব্রতের মুখে? নিজে জেলে আছেন বলেই কি মনের ভিতরে এই উচ্ছ্বাস? অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করতেই নাচতে চাইলেন গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা?  আজ আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগরে আদালতে আনা হয় অনুব্রতকে। পেশ করা হয় এমপি-এমএলএ আদালতে। কোর্ট রুমে যখন তাঁকে ঢোকানো হচ্ছে, তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন অভিষেককে ইডির তলব নিয়ে। প্রশ্ন শুনেই এই স্বগতোক্তি অনুব্রত মণ্ডলের। বললেন, নাচব? নাচব নাকি ডেকেছে বলে?
 
২০১০ সালে মঙ্গলকোটে এক হামলার ঘটনায় অভিযুক্ত ছিলেন অনুব্রত মণ্ডল। এই মামলায় একাধিকবার তলব করা হলেও এতদিন তা এড়িয়ে গেছেন অনুব্রত। অবশেষে এই প্রথম হাজিরা। হামলায় অভিযুক্ত ১৪ জনকেই আজ পেশ করা হয় এমপি-এমএলএ আদালতে। সেখানে ঢোকার মুখেই অনুব্রতর মুখে এই কথা। 
 
বিরোধীদের মতে, কয়লা পাচার, গরু পাচার থেকে বীরভূমে হিংসার মতো একাধিক ঘটনায় জড়িত অনুব্রত। গরু পাচার কাণ্ডে এরমধ্যেই তাঁর জেল হয়েছে। অন্ধকার জগৎ থেকে উঠে আসা টাকা পৌঁছে গেছে শীর্ষ নেতৃত্বের কাছেও। এই ভাগ বাঁটোয়ারার কথা অনুব্রতের চেয়ে কেউ ভালো জানে না। আর সেই প্রেক্ষিতেই উঠে এসেছে নাচের কথা। 
 
অনুব্রত নাচবেন না কাঁদবেন, তা সময়ই বলবে। তবে তাঁর কীর্তিকলাপ নিয়ে এরমধ্যেই বাজারে মিমের ছড়াছড়ি। তাঁকে নিয়ে গান বেঁধেছেন তৃণমূলের হুমকিতে ঘরছাড়া কীর্তনিয়া রাধারানি অধিকারীও।কীর্তনিয়ার হা হুতাশ থেকে উঠে আসা গান, ইডির তৎপরতা, তৃণমূল নেতার গ্রেফতারি, সব মিলিয়ে বাস্তব টের পাচ্ছেন অনুব্রত। আর সেই বাস্তবের কথা টের পেয়েই কি নাচতে চাইছেন বীরভূমের দাপুটে নেতা? উত্তর দিতে পারবেন মনো বিজ্ঞানীরাই। 
 

 

Tags:

 

Madhyom

tmc

anubrata mondal

bangla news

Bengali news

Abhisek Banerjee

Anubrata

viral song

anubrata mondal news

anubrata wants to dance

why anubrata wants to dance

anubrata on abhisek banerjee

anubrata at court case

anubrata at court today

anubrata at court case status

anubrata at court case today news

tmc leader anubrata

birbhum tmc

birbhum tmc leader anubrata mondal

anubrata ed

anubrata enforcement directorate

radharani adhikari song


আরও খবর


ছবিতে খবর